আজ আইএসএলে ব্রাইট বনাম সুনীল, ফক্সের রেড কার্ড প্রত্যাহারে স্বস্তি লাল-হলুদ শিবিরে

Published : Jan 09, 2021, 05:21 PM IST
আজ আইএসএলে ব্রাইট বনাম সুনীল, ফক্সের রেড কার্ড প্রত্যাহারে স্বস্তি লাল-হলুদ শিবিরে

সংক্ষিপ্ত

আজ আইএসএলে আরএ একটি মেগা ম্যাচ মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ঘিরে সমর্থকদের চড়ছে উন্মাদনার পারদ আজকের ম্য়াচে জয়ে ফিরতে মরিয়া দুই দল  

আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুথোমুখি এসসি ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি। চলতি বছর আইএসএলে বেঙ্গালুরু এফসি তাদের চেনা ফর্মে  নেই। লাগাতার তিন ম্যাচ হেরে চাকরি খুইয়েছেন সুনীলদের কোচ কার্লোস কুয়াদ্রাত। অপরদিকে, নতুন বছরের শুরুতেই মরসুমের প্রথম জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার কাছে আটকে গিয়েছে রবি ফাউলারের দল। ফলে আজকের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি।

শুধু দুই দলের নয়, আজকের ম্যাচে দুই তারকার লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল প্রেমিরা। একদিকে লাল-হলুদের নতুন বিদেশী ব্রাইট অনোবাখারে। গোয়ার বিরুদ্ধে চারজনকে কাটিয়ে ব্রাইটের গোল এখনও পর্যন্ত আইএসএলে অন্যতম সেরা। ২টি ম্য়াচ খেলে ইতিমধ্যেই ২ গোল করে ফেলেছেন এসসি ইস্টবেঙ্গলের নাইজেরিয়া বিদেশী।  অপরদিকে,বেঙ্গালুরু এফসির সুনীল ছেত্রী। দল ভালো ফর্মে না থাকলেও, গোলের মধ্যে রয়েছেন সুনীল। আজকের ম্য়াচে গোল করতে মরিয়া ভারতীয় তারকা। 

এর পাশাপাশি বেঙ্গালুরু ম্যাচের আগে কিছুটা স্বস্তি ফিরেছে এসসি ইস্টবেঙ্গল শিবিরে। কারণ গোয়ার বিরুদ্ধে রেড কার্ড দেখে মাঠের বাইরে যেতে হেয়ছিল ড্যানি ফক্সকে। যেই লাল কার্ড দেখা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন রবি ফাউলার। ম্যাচে হলুদ কার্ড দেখতে হয় তাকেও। ফক্সের লাল কার্ড প্রত্যাহারের দাবিতে ফেডারেশন ও এফএসডিএলকে চিঠিও লেখে লাল-হলুদ শিবির। সেই আবেদনে সাড়া দিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এআইএফএফ জানিয়ে দিল, ফক্সের রেড কার্ড যুক্তিসংগত নয়। তাঁর রেডকার্ড প্রত্যাহার করে নিল বিশেষজ্ঞ কমিটি। ফলে বেঙ্গালুরু ম্যাচে খেলতে কোনও সমস্যা নেই ফক্সের।

PREV
click me!

Recommended Stories

Messi in Mumbai: রবির মুম্বইতে মেসি ম্যাজিক! রাজপুত্রর থেকে ফুটবল প্রশিক্ষণ খুদেদের, দেখা হবে সচিন-ধোনি-রোহিত-সুনীলের সঙ্গে?
Messi in Kolkata: 'স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে!' কেউ আবার কাঁদলেন হাউ হাউ করে, ফুটবলের মক্কায় এ কোন ছবি দেখল গোটা বিশ্ব?