এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি দ্বৈরথ, ম্যাচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

Published : Dec 10, 2020, 02:27 PM IST
এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি দ্বৈরথ, ম্যাচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

সংক্ষিপ্ত

আজ আইএসএলে জয়ের লক্ষ্যে নামছে ফাউলারের দল প্রতিপক্ষ এটিকে মোহনবাগানকে হারানো জামশেদপুর এফসি হাবাসের দলকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কোয়েলের দল আজ আরও একটি টানটান ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা  

আইএসএলে আদ প্রথম জয়ের খোঁজে ফের মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। টানা তিন ম্যাচ হেরে চাপে রয়েছে ব্রিটিশ কোচ রবি ফাউলারের দল। শেষ তিন হার থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল হলুদ শিবির। তবে অধিনায়ক ড্যানি ফক্সকে আজকের ম্য়াচেও পাচ্ছেন না ফাউলার। বিপক্ষে ভালসকিসের মত স্ট্রাইকার থাকায় তা নিয়ে যথেষ্ট চিন্তিত লাল-হলুদ কোচ। জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে দেখে নিন এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ।

অপরদিকে,এটিকে মোহনবাগানের বিজয় রথকে আটকে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জামশেদপুর এফসি। এবার কলকাতার অপর প্রধানকে মাত দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়েন কোয়েলের দল। ভালসকিসের দুরন্ত ফর্ম যেমন ভরসা দিচ্ছে জামশেদপুর কোচকে, সঙ্গে তিনি ভরসা রাখছেন পিটার হার্টলি,অ্যালেক্স লিমা, জ্যাকিচন্দ সিংহদের উপর। মূলত আক্রমণাত্বক ফুবল খেলেই রবি ফাউলারের দলের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলতে চাইছেন কোয়েল। আজকের ম্যাচের আগে দেখে নিন জামশেদপুর এফসির সম্বাব্য একাদশ।

বর্তমানে লিগ টেবিলে একেবারে শেষে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। তাই এই ম্যাচ থেকে যেকোনও মূল্যে মরসুমের প্রথম পয়েন্ট ঘরে তুলতে চাইছেন রবি ফাউলার। অপরদিকে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ টেবিলের ওপরে উঠতে মরিয়া ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। ফলে আজ গোয়ায় এক তরফা নয়, টানটান লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা। 

PREV
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা