তৃণমূল নেতার সঙ্গে বিজেপির বৈঠক, জলপাইগুড়িতে নয়া রাজনীতির জল্পনা

  • জলপাইগুড়ি পুরসভা ঘিরে নয়া জল্পনা
  •  প্রাক্তন তৃণমূলের বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বৈঠক
  •  মোহন বসুর বাড়িতে দেখা করল বিজেপি নেতৃত্ব
  • তৃণমূল নেতার বিজেপিতে যোগ নিয়ে জল্পনাশুরু 

Asianet News Bangla | Published : May 25, 2020 2:32 PM IST

জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন তৃণমূলের বোর্ডের চেয়ারম্যান মোহন বসুর সাথে বাড়িতে  দেখা করলেন বিজেপি নেতৃত্ব।শুরু হল রাজনৈতিক জল্পনা।মোহন বসু কি বিজেপিতে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য সম্প্রতি জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীতে মোহন বসুকে রাখা হয়নি। দীর্ঘ বছরের কংগ্রেস ও তৃণমূল চেয়ারম্যান মোহন বসুকে বাদ দিয়ে ভাইস চেয়ারম্যান পাপিয়া পালকে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান করা হয়েছে। মোহন বসু অসুস্থ রয়েছেন।

এই অবস্থায় বিজেপির উত্তরবঙ্গের সহ কো অর্ডিনেটর দীপেন প্রামাণিক,  জেলা যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ সহ আরও কয়েকজন মোহন বসুর সাথে সাক্ষাৎ করেন। দীপেন প্রামাণিক জানান, রাজনৈতিক কথাবার্তা হয়েছে।কিন্তু  যা বলার মোহন বসু বলবেন।মোহন বসু বিজেপিতে আসবেন কি না তা নিয়ে যা বলার মোহন বসু বলবেন বলে দীপেন প্রামাণিক জানান।

মোহন বসু জানান, সবে তো নতুন প্রশাসক বসেছে।এখনই সমালোচনা করা যাবে না। মূল্যায়ন পরে হবে। সৌজন্য সাক্ষাৎ হয়েছে বিজেপি নেতাদের সাথে। তবে রাজনীতিতে সব সম্ভব। পরিস্থিতি পরিবেশ কোথায় যায় সময়ই বলবে।
 

Share this article
click me!