ধরিত্রীকে শস্য শ্যামলা করতেই এবার অরণ্যদেবীর আরাধনায় মগ্ন বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লক দুর্গোৎসব কমিটি

  • ৬৯ তম বর্ষে পদার্পণ করতে চলেছে  বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লক দুর্গোৎসব কমিটি 
  • এবছর তাদের ভাবনা 'আরণ্যা'
  •  নতুন চমক নিয়ে আসতে চলেছে তাদের এবারের প্যান্ডেল
  • গতবছর তাদের থিম ছিল 'কর্কটক্রান্তি'
     

debojyoti AN | Published : Sep 13, 2019 11:13 AM IST / Updated: Sep 23 2019, 03:04 PM IST

ইতিমধ্যেই মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে চারিদিক। শুধু তাই নয় প্রকৃতিও জানান দিচ্ছে মায়ের আগমনের। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। তাদের মধ্যেই আবারও একটি নতুন ও অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লক দুর্গোৎসব কমিটি। 

এবছর ৬৯ তম বর্ষে পদার্পণ করেছে বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লক দুর্গোৎসব কমিটি। অনান্য বছরের মত এবছরেও এক নতুন থিম আনতে চলেছে তাদের পুজোমণ্ডপে। তাদের এবারের ভাবনা 'আরণ্যা'। সবুজ আজ হারিয়ে যেতে চলেছে পৃথিবীর বুক থেকে। কারণ কংক্রিটে ভরে যাচ্ছে চারিদিক। এমনকী বাতাস ও হারিয়েছে নিজের বিশুদ্ধতা। অতিআধুনিকতা ও প্রযুক্তির সামনে দাঁড়িয়ে এক গভীর অস্তিত্ব সংকটের সামনে দাঁড়িয়ে আমদের শস্য শ্যামলা পৃথিবী। তাই এই সবুজের উৎসবকেই ফিরিয়ে আনার আয়োজন করেছে এই ক্লাব। এখানে দেবী থাকবেন অরণ্যের প্রতিমূর্তি হিসাবে। আগামী দিনের জন্য সবুজায়নের বার্তা দিতেই আজ অরণ্যের দেবীর শরণাপন্ন বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লক দুর্গোৎসব কমিটি। 

Latest Videos

তাদের গত বছরের প্যান্ডেলেও এরকমই একটা নতুন চিন্তাভাবনার সঙ্গে এসেছিল তারা। তাদের গত বছরের থিম ছিল 'কর্কটক্রান্তি'। অর্থাৎ ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন তথ্য ও তার প্রতিকার নিয়ে গড়ে উঠেছিল তাদের গত বছরের প্যান্ডেল।  যা দর্শনার্থীদের কাছে অনেক জনপ্রিয়তাও পেয়েছিল। তাই তাদের এবছরের থিম ছাপিয়ে যাবে আগের বছরকে নাকি আগের বছরই সেরা থাকবে তা জানার জন্য কিছুদিন অবশ্যই অপেক্ষা করতে হবে সকলকে। 

Share this article
click me!

Latest Videos

'প্রতারণা করেছে মুখ্যমন্ত্রী, আর কারিগর হচ্ছে কিছু মাকুমূল' 'সত্যি'টা তুলে ধরলেন Shankar Ghosh BJP
গঙ্গাজল দিয়ে থানার শুদ্ধিকরণ! পুলিশের ব্যর্থতায় সরব বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি | RG Kar Protest
RG Kar কাণ্ডের প্রতিবাদে চাকরি হারাতে হল দুই অস্থায়ী পৌর কর্মীর, রানাঘাটে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ
ইঞ্জেকশনের নাম কেটে দিলেন...ভুল চিকিৎসায় BJP নেত্রীর মৃত্যুর অভিযোগ! শোরগোল Balurghat-এ | BJP News
Suvendu Adhikari | 'মাননীয়া আপনি পালাতে পারবেন না' ভরা সভায় মমতাকে হুঙ্কার দিলেন শুভেন্দু