সাদা কালোর রামধনুতে এবার হরিদেবপুর ৪১ পল্লী

  • ৬২ তম বর্ষে পদার্পণ করতে চলেছে হরিদেবপুর ৪১ পল্লী 
  • এবছর তাদের ভাবনা আগন্তুক
  •  নতুন চমক নিয়ে আসতে চলেছে তাদের এবারের প্যান্ডেল
  •  গতবছর তাদের প্যান্ডেলের থিম ছিল সৃষ্টির তরণীতে আমি


আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই উমা সপরিবারে হাজির হবেন মর্ত্যে। সারা বছর অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে থাকেন দুর্গা পুজোর জন্য। তার মধ্যে কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। থিম পুজোর দৌড়ে কম বেশী এগিয়ে থাকবে সব ক্লাবই। প্রতি বছরের মতো এবছরও হরিদেবপুর ৪১ পল্লী দুর্গা পুজোয় আসতে চলেছে নতুন চমক। 

৬২ বছরে পদার্পণ করতে চলেছে হরিদেবপুর ৪১ পল্লী। তার নাম ইতিমধ্যেই বেশ পরিচিত। প্রায় প্রতি বছরেই থিম পুজা স্থান পায় তাদের পুজোমণ্ডপে। তাই এবছর তাদের মণ্ডপ সেজে উঠতে চলেছে আরও এক নতুন থিমে। এবার তাদের থিম হল 'আগন্তুক'। তার সঙ্গে তাদের এই থিম ইঙ্গিত করবে 'সাদা কালোর রামধনু'  নামে আরও একটি বিষয়কে। এবছরেও তাদের মণ্ডপের চিন্তা ভাবনা এবং সৃজনে রয়েছেন গৌরাঙ্গ কুইলা। থিমের নাম শুনেই আশ্চর্য হচ্ছেন নিশ্চয়। তাই এই প্যান্ডেলের স্বাদ নিতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। 
 
গত বছর দুর্গা পুজোয় এভাবেই এক নতুন থিমের মাধ্যমে চমক দিয়েছিল দর্শনার্থীদের। তাদের গতবছরের পুজোর থিম ছিল 'সৃষ্টির তরণীতে আমি'। অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে রয়েছেন তিনি। গতবছরেও এই থিমেই ৪১ পল্লী চমকে দিয়েছল দর্শনার্থীদের। তাই এবছরেও তাদের  চিন্তাভাবনা কতটা পূর্ণতা পাবে সে দেখতে হলে অবশ্যই দেখতে আসতে হবে এই মণ্ডপ। 

Latest Videos

২৭৬, মহাত্মা গান্ধী রোড, হরিদেবপুর, টালিগঞ্জ, ৭০০০৪২  রয়েছে হরিদেবপুর ৪১ পল্লী ক্লাব। 

Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today