১৩ থেকে এক লাফে ২৩, একদিনে কলকাতায় মৃত্যু সংখ্যা বাড়ল ১০

 

  • রাজ্য়ে মৃতের সংখ্য়া কমলেও চিন্তা বাড়াল মহানগর
  • একদিনে কলকাতায় করোনা নিয়ে মৃতের সংখ্যা ২৩
  •  রাজ্য়ে করোনা নিয়ে মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৫
  • রাজ্য়ের সঙ্গে পাল্লা দিয়ে মৃতের সংখ্য়া বাড়ছে কলকাতায়
     

রাজ্য়ে মৃতের সংখ্য়া কমলেও চিন্তা বাড়াল মহনগর। একদিনে কলকাতায় করোনা নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল  ২৩। রবিবারই যা ছিল ১৩। গত ২৪ ঘণ্টায় একলাফে তা ১০ সংখ্য়া পেরিয়েছে। অন্যদিকে, রাজ্য়ে করোনা নিয়ে মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৫ জন।

রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, শুধু কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতাতে মৃত্যু হয়েছে মোট ১,০৯৩ জনের৷ পরিসংখ্য়ান বলছে, মহানগরে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন৷ রবিবার এই সংখ্যাটা ছিল ৫৬৩ জনে৷ রাজ্য়ে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২,৮৬৭ জন৷
সংখ্য়া বলছে, একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে শহরে। গত ২৪ ঘন্টায় ৯৩ জন কমে মোট সংখ্যাটা হল ৬,৪২৪ জন৷ রবিবার ছিল ৬,৫১৭ জন৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬১৮ জন৷ তবে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৫,৩৫০ জন৷

Latest Videos

রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন জানাচ্ছে, রাজ্য়ে একদিনে মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৫ জনে৷ রবিবার ছিল ৫১ জন৷ এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪৭৩ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে সংক্রামণে আক্রান্ত হয়েছেন ৩,০৮০ জন৷ রবিবার এই সংখ্যাটা ছিল ৩,০৬৬ জনে৷ সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ১, ১৯,৫৭৮ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৭,৪০২ জন৷ একদিনে অ্যাক্টিভ আক্রান্ত বেড়েছে ১০৩ জন৷

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari