রাজ্য়ে একদিনে করোনা নিয়ে মৃত্যু ৪৬ জনের, ১৫০০ ছাড়াল মৃতের সংখ্যা

  • ফের রেকর্ড ভাঙল রাজ্য়ের করোনা মৃত্যু সংখ্য়া
  • একদিনে পশ্চিমবঙ্গে করোনা নিয়ে মৃত্যু হল ৪৬ জনের
  • সব মিলিয়ে করোনা মৃত্যুর সংখ্য়া দাঁড়ালো ১৫৩৬জন
  •  মৃত ৪৬ জনের মধ্যে কলকাতারই ১৬ জন


 

ফের রেকর্ড ভাঙল রাজ্য়ের করোনা মৃত্যু সংখ্য়া। একদিনে পশ্চিমবঙ্গে করোনা নিয়ে মৃত্যু হল ৪৬ জনের। যার জেরে রাজ্য়ে সব মিলিয়ে করোনা মৃত্যুর সংখ্য়া দাঁড়ালো ১৫৩৬জন।  রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, মৃত ৪৬ জনের মধ্যে কলকাতারই ১৬ জন৷ যার ফলে উদ্বেগ বাড়ছে কলকাতা পুরসভার।

বর্তমানে রাজ্য়ে করোনা সক্রিয় রয়েছে এরকম রোগীর সংখ্য়া ১৯,৯০০ জন৷ একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪৩৪ জন৷ সব মিলিয়ে  এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৭,৬৯২ জন৷ যদিও হিসেব বলছে, একদিনে ফের উর্ধ্বমুখী সুস্থ হয়ে ওঠার হার৷ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,১৪০ জন৷ পরিসংখ্য়ান বলছে,  সব মিলিয়ে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৬,২৫৬ জন৷ গতকালের থেকেও এদিন বেড়েছে সুস্থ হয়ে ওঠার হার।  এখন তা বেড়ে হয়েছে ৬৮.৩৩ শতাংশ৷ যা গতকাল ছিল ৬৭.৬০ শতাংশ৷

Latest Videos

স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান অনুয়ায়ী, রাজ্য়ে এখন ৮৩টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন বেড রয়েছে। যার মধ্য়ে সরকারি ২৮ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ বেড রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশনের সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ এদিন রাজ্য়ে উদ্বেগ বাড়িয়েছে সংক্রমণে মৃতের সংখ্যা। বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য বলছিল, ৪১ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। আজ সেই সংখ্য়াটা ৪৬ হয়ে গেল। এদের মধ্যে কলকাতারই ১৭ জন৷ বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ১, ৪৯০ জন৷ 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata