রেকর্ড ভাঙল রাজ্য়ে, একদিনে করোনা নিয়ে মৃত ৪৮ জন

  • নিত্যদিন পুরোনো রেকর্ড ভাঙছে করোনা
  • রাজ্য়ে একদিনে করোনা নিয়ে মৃতের সংখ্য়া ৪৮ জন
  •  যা ২৪ ঘণ্টার মৃতের সংখ্য়ার নিরিখে রাজ্য় সর্বোচ্চ
  • একদিনে রাজ্য়ে টেস্ট হয়েছে ২০ হাজারের বেশি

নিত্যদিন পুরোনো রেকর্ড ভাঙছে করোনা। রাজ্য়ে একদিনে করোনা নিয়ে মৃতের সংখ্য়া দাঁড়াল ৪৮ জন। যা ২৪ ঘণ্টার মৃতের সংখ্য়ার নিরিখে রাজ্য় সর্বোচ্চ। শনিবার স্বাস্থ্য় ভবনের বুলেটিন বলছে, রাজ্য়ে সংক্রমণে আক্রান্ত হয়েছে আড়াই হাজারেরও বেশি। একদিনে রাজ্য়ে টেস্ট হয়েছে ২০ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ২৫৮৯ জন৷

সংখ্য়া বলছে, এই প্রথম বার রাজ্য়ে একদিনে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়াল৷ যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২৯ জন৷ সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২,৭৭৭ জন৷ গতকাল যা ছিল ৭০,১৮৮ জন৷ পরিসংখ্য়ান অনুযায়ী পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ সংক্রামিতের সংখ্যা ২০, ৬৩১৷ 

Latest Videos

গত ২৪ ঘণ্টায় যা বেড়েছে ৩৯৮ জন৷ তবে আশার খবর, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,১৪৩ জন৷ এখনও পর্যন্ত রাজ্য়ে মোট সুস্থ হয়ে উঠলেন ৫০,৫১৭ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে ৬৯.৪১ শতাংশ৷ যা গতকাল ছিল ৬৮.৯২ শতাংশ৷ করোনা টেস্টের সংখ্য়া গত ২৪ ঘন্টায় ২০,০৬৫৷

বুলেটিন অনুয়ায়ী এটাই রাজ্য়ে সর্বোচ্চ টেস্ট৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ১৯,০০৩টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়ে গেল৷ শনিবারের তথ্য অনুযায়ী, বাংলায় মোট টেস্ট হয়েছে,৯ লক্ষ ১৩ হাজার ৪৬৫ টি৷ তবে মৃতের সংখ্য়া চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য় ভবনের। যে ৪৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই ১৯ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার রয়েছে ১৩ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৬ জন৷ হুগলি ১ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ উত্তর দিনাজপুর ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee