দিনে ৫০-এর নীচে নামছে না মৃতের সংখ্যা, রাজ্য়ে একদিনে করোনা আক্রান্ত ২৯৪৯

 

  • পঞ্চাশের নীচে নামানো যাচ্ছে সংক্রমণে মৃতের সংখ্য়া
  •  একদিনে রাজ্য়ে করোনা নিয়ে মারা গিয়েছেন ৫১ জন 
  • গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৪৯ জন

কিছুতেই থামছে না মৃত্য়ু মিছিল। পঞ্চাশের নীচে নামানো যাচ্ছে না রাজ্য়ে সংক্রমণে মৃতের সংখ্য়া। রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, শনিবার পশ্চিমবঙ্গে করোনা নিয়ে মারা গিয়েছেন ৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৪৯ জন।

পরিসংখ্য়ান বলছে, এখনও পর্যন্ত বঙ্গে করোনা নিয়ে মোট মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল৷  তবে আশার খবর, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৬৪ জন। এদিন আক্রান্তের সংখ্য়া শুক্রবারের থেকে বেশি৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৯২,৬১৫ জন৷ সংখ্য়া বলছে, রাজ্য়ে  অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৫,৪৮৬ জন৷ একদিনে বেড়েছে ৮৩৪ জন৷ এখনও পশ্চিমবঙ্গে করোনা নিয়ে মোট মৃতের সংখ্যা ২,০০৫ জনের৷

Latest Videos

একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,০৬৪ জন৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৫,১২৪ জন৷ পরিসংখ্য়ান বলছে, রাজ্য়ে সুস্থ হওয়ার হার ৭০.৩২ শতাংশ৷ শুক্রবার ছিল ৭০.৩৩ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় রাজ্য়ে করোনা টেস্ট হয়েছে ২৫,১৪৮ টি৷ শুক্রবার যা ছিল ২৫, ২৫৪ টি৷ এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ১০,৭৯ ,৬৫৭ টি৷

স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, রাজ্যে ৫১ জনের মৃত্যুর মধ্য়ে কলকাতার ২০ জন, উত্তর ২৪ পরগনার ১৯ জন, দক্ষিণ ২৪ পরগনার ২ জন রয়েছেন। এছড়াও হাওড়ার ৩ জন, হুগলির ১ জন, পশ্চিম বর্ধমানের ২ জন, নদিয়ার ২ জন ও দক্ষিণ দিনাজপুর ও দার্জিলংয়ের ১ জন রয়েছেন। রাজ্যে সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৬০টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে৷ বাংলায় ৮৩ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৮ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today