৪০-এর ঘর থেকে একেবারে ৫৩। বাংলায় বেড়েই চলেছে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যাটা কিছুটা কম হয়েছে। পরিসংখ্যান বলছে বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৭১৬। আশার খবর, রাজ্য়ে সুস্থ হয়ে ওঠার হার ৭০ শতাংশ ছাড়িয়েছে।
স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের৷ এখনও পর্যন্ত রাজ্য়ে সংক্রমণে মৃতের সংখ্যায় এটাই সর্বোচ্চ রেকর্ড। সব মিলিয়ে এখন রাজ্য়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭৩১ জন৷ একদিনে আক্রান্ত হয়েছেন ২৭১৬ জন৷ গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২ ৭৩৯ জন৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮,২৩২ জন৷
স্বাস্থ্য় ভবনের বুলেটিন বলছে, রাজ্যে এখন অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২১, ৬৮৩ জন৷ ২৪ ঘণ্টায় যা বেড়েছে ৫৭৫ জন৷ একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮৮ জন৷ সব মিলিয়ে এখনও মোট সুস্থ হয়েছেন ৫৪,৮১৮ জন৷ পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৭০.০৭ শতাংশ৷ আগে যা ছিল ৬৯.৮৩ শতাংশ৷ রাজ্যে গত ২৪ ঘন্টায় কোভিড টেস্ট হয়েছে ২২,১১২ জনের।
রাজ্য়ে যে ৫৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ২১ জন৷ এছড়াও উত্তর ২৪ পরগনার রয়েছে ২১ জন, দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলি ১ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ১জন৷ আলিপুরদুয়ার ১ জন৷ সুস্থ হওয়ার সংখ্যা আশা জাগালেও মৃতের সংখ্য়া চিন্তায় রেখেছে স্বাস্থ্য় ভবনকে।