একদিনে মৃত ৫৫ জন, রাজ্য়ে এক লক্ষ ছুঁতে চলল করোনা আক্রান্তের সংখ্যা

Published : Aug 10, 2020, 12:27 AM IST
একদিনে মৃত ৫৫ জন, রাজ্য়ে এক লক্ষ ছুঁতে চলল করোনা আক্রান্তের সংখ্যা

সংক্ষিপ্ত

রাজ্য়ে এবার এক লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা  প্রতিদিনই গড়ে ৫০ জন করে মারা যাচ্ছে শরীরে করোনা নিয়ে  পশ্চিমবঙ্গে  আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ হাজার জন  

রাজ্য়ে এবার এক লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই গড়ে ৫০ জন করে মারা যাচ্ছে শরীরে করোনা নিয়ে। যা উদ্বেগে রেখেছে স্বাস্থ্য় ভবনকে। রবিবার রাজ্য়ের করোনা বুলেটিন বলছে, পশ্চিমবঙ্গে  আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ হাজার জন। যদিও এখন অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে৷ 

বুলেটিনের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত ২,৯৩৯ জন। সব মিলিয়ে  রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৫৫৪ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬,৩৭৫ জন৷ একদিনে বেড়েছে ৮৮৯ জন৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৫ জন৷ শনিবারের বুলেটিনে মৃতের সংখ্যাটা ছিল ৫১ জন৷ সেই তুলনায় আজ রবিবার মৃতের সংখ্যাটা বেশি৷ তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,০৫৯ জনের৷ বাংলায় আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়াল৷ 

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৫৫৪ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৭৫ জন৷ একদিনে বেড়েছে ৮৮৯ জন৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৫ জনের৷ এখনও রাজ্য়ে মোট মৃত্যু হয়েছে ২,০৫৯ জনের৷ একদিনে রাজ্য়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৯৯৬ জন৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৭,১২০ জন৷

সংখ্য়াতত্ত্ব বলছে, রাজ্য়ে সুস্থ হয়ে ওঠার হার ৭০.২৪ শতাংশ৷ শনিবার যা ছিল ৭০.৩২ শতাংশে৷ অন্যদিকে, স্বাস্থ্য় ভবন জানাচ্ছে, রাজ্য়ে প্রতিদিনই বাড়ছে করোনা টেস্টের সংখ্যা৷ একদিনে টেস্ট হয়েছে ২৬,২৪২ টি৷ শনিবার ছিল ২৫,১৪৮ টি৷ এখনও পর্যন্ত মোট টেস্ট ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ রবিবারের তথ্য অনুযায়ী, মোট টেস্ট হয়েছে ১১ লক্ষ ৫ হাজার ৮৯৯ টি৷  

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?