২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু, রাজ্য়ে একদিনে করোনা আক্রান্ত প্রায় তিন হাজার

  •  প্রতিদিন রাজ্য় সরকারের উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংখ্য়া
  • মৃত্যের সঙ্গে সঙ্গে চিন্তা বাড়িয়েছে আক্রান্তের সংখ্যা
  •  এবার করোনা টেস্টের সংখ্যা একধাপে অনেকটাই বেড়েছে
  • গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে মৃত্যু হয়েছে ৫৬  জনের

কমার নাম নেই। প্রতিদিন রাজ্য় সরকারের উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংখ্য়া। মৃত্যের সঙ্গে সঙ্গে সেখানে চিন্তা বাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। তবে এবার করোনা টেস্টের সংখ্যা একধাপে অনেকটাই  বাড়াতে পেরেছে রাজ্য় সরকার। কেন্দ্রীয় সরকার আইসিএমআর-এর নতুন ল্যাবের ব্যবস্থা করতেই এই টেস্টের সংখ্য়া বৃদ্ধি করতে পেরেছে পশ্চিমবঙ্গ সরকার।  

রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন  বলছে,একদিনে বাংলায় করোনা নিয়ে ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৪ জনে৷ এখনও পর্যন্ত রাজ্য়ে মোট মৃত্যু হয়েছে ২,২৫৯ জনের৷ রাজ্য়ে  সুস্থ হয়ে বাড়ি  ফিরেছেন ৭৩ শতাংশের বেশি। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ২,৯৯৭ জন৷ সংখ্য়া বলছে, এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৭,৩২৩ জন৷ সব মিলিয়ে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬,৪৪৭ জন৷

Latest Videos

 ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৪৯৭ জন৷ বুধবার ছিল ২,৭২৫ জন৷ মঙ্গলবার ছিল ৩,০৬৭ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৬১৭ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭৩.২৫ শতাংশ৷ তবে সব থেকে ভালো বিষয়। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ৩০ হাজারের বেশি টেস্ট হয়েছে৷ পরিসংখ্য়ান বলছে,এর আগে  কোনও দিন ৩০ হাজার ছাড়ায়নি টেস্টের সংখ্যা৷ 

বুলেটিন বলছে, রাজ্য়ে যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৬ জন ছাড়াও উত্তর ২৪ পরগনার ১২ জন,  দক্ষিণ ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১২,হুগলির ৩ জন রয়েছেন। এছাড়াও পশ্চিম বর্ধমানের ১ জন৷ পূর্ব মেদিনীপুরের ৩ জন,  নদিয়ার ২ জন, মালদার ১ জন মারা গিয়েছেন করোনা নিয়ে। একই  পরিস্থিতি উত্তর দিনাজপুরের ।  সেখানে করোনায় মারা গিয়েছেন ১ জন। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুর দুয়ারে ১ জন করে মারা গিয়েছেন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার