রাজ্য়ে একদিনে মৃত্যু বেড়ে ৫৬,আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার

  • একদিনে তিন হাজারের কাছাকাছি করোনা আক্রান্ত রাজ্য়ে
  •  তবে আশার খবর,সুস্থতার হার ক্রমশই উর্ধমুখী
  • রাজ্য়ে একদিনে মৃতের সংখ্য়া বেড়ে ৫৬   
     

মুখ্যমন্ত্রীর আশা রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ২০থেকে২৫ সেপ্টেম্বরের মধ্য়ে। যদিও মাস শুরু হয়ে গলেও তার লক্ষণ দেখা যাচ্ছে না। আপাতত একদিনে সেই তিন হাজারের কাছাকাছি করোনায় আক্রান্ত হচ্ছে রাজ্য়ের মানুষ। তবে আশার খবর,সুস্থতার হার ক্রমশই উর্ধমুখী।   

রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গে  আক্রান্তের সংখ্য়া প্রতিদিন প্রায় তিন হাজার৷ তবে সুস্থ হয়ে ওঠার হার ৮৩ শতাংশের বেশি৷ একদিনে রাজ্য়ে ৪৪ হাজারের বেশি টেস্ট হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর৷

Latest Videos

বুধবারের বুলেটিনের বলছে,রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৫৫ জন৷ এখনও পর্যন্ত বাংলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩, ৩৩৯ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৭৬ জন৷ সব মিলিয়ে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ১,৬৮,৬৯৭ জন৷

এদিকে রাজ্য়ে করোনা আবহে ইতিমধ্য়েই মেট্রো রেল চালু হতে চলেছে। আগামী ৮ সেপ্টেম্বর মেট্রো রেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যা নিয়ে ইতিমধ্য়েই রাজ্য় সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অতীতে অবশ্য় নবান্নে মেট্রো রেলকে ছাড়পত্র দেওয়ার কথা বলেচিলেন মুখ্যমন্ত্রী। এমনকী সামাজিক দূরত্ব রেখে মেট্রো চালালে তাঁর আপত্তি নেই বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News