বৃদ্ধাশ্রমে সারাবছরই বড় বেরঙিন কাটে ওঁদের , মেঘ- সায়ন্তনীরা ভুলিয়ে দিলেন সব কষ্ট

  • সারাবছরই বড় বেরঙিন কাটে বৃদ্ধাশ্রমের মানুষগুলোর
  • তাঁরা কাছে পান না নাতি-নাতনিদের, কাছের মানুষদের
  • তাই হাওড়ার একটি সংস্থা সাত্রাগাছির সেই বৃদ্ধাশ্রমে গেলেন
  • সেখানে রং খেললেন বৃদ্ধাদের সঙ্গে

Sabuj Calcutta | Published : Mar 10, 2020 12:07 PM IST

দোল যাঁদের কাছে বেরঙিন, তাঁদের কাছে রঙের খোঁজ পৌঁছে দিল হাওড়ার একটি সংস্থা এদিন হাওড়া কল্য়াণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস ও দোল উপলক্ষে সাত্রাগাছির একটি বৃদ্ধাশ্রমে মহিলাদের নিয়ে রং খেলায় মেতে উঠলেন সংস্থার সদস্য়রা তাঁদের সঙ্গে রং খেললেন রূপান্তরকামী আইনজীবী ও নৃত্য়শিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ ও অভিনেতা কুশল ভৌমিক অনুষ্ঠানের শেষে নতুন শাড়ি আর খাবারদাবার দেওয়া হল বৃদ্ধাদের কেমন লাগল এই অনুষ্ঠানে থাকতে পেরে? মেঘ বললেন, "বাড়িঘর ছেড়ে চলে আসা  এই মানুষগুলোর জীবন বড়ই বেরঙিনএঁরা না-পান এঁদের নাতি-নাতনিদের, না-পান নিকট আত্মীয়দেরতাই এই একটা দিন না-হয় আমরাই এঁদের কাছের মানুষ হয়ে রাঙিয়ে দিলাম"

অনুষ্ঠানের অন্য়তম উদ্য়োক্তা জয়দীপ দে বলেন,   "আমরা এবারে নারী দিবস নিয়ে একটা অনুষ্ঠান করেছি সেখানে সম্বর্ধিত করেছি মেঘ সায়ন্তনী ঘোষ ও আরও কয়েকজনকেসেই সঙ্গে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দোল উৎসব পালন করেছি আসলে কী জানেন, মানুষগুলো বড় একাএই একটা দিন ওঁদের একটু সঙ্গ দিতে পেরে নিজেদেরই ভাল লাগছে"

 

Share this article
click me!