বৃদ্ধাশ্রমে সারাবছরই বড় বেরঙিন কাটে ওঁদের , মেঘ- সায়ন্তনীরা ভুলিয়ে দিলেন সব কষ্ট

Published : Mar 11, 2020, 03:38 PM IST
বৃদ্ধাশ্রমে সারাবছরই বড় বেরঙিন কাটে  ওঁদের , মেঘ- সায়ন্তনীরা ভুলিয়ে দিলেন সব কষ্ট

সংক্ষিপ্ত

সারাবছরই বড় বেরঙিন কাটে বৃদ্ধাশ্রমের মানুষগুলোর তাঁরা কাছে পান না নাতি-নাতনিদের, কাছের মানুষদের তাই হাওড়ার একটি সংস্থা সাত্রাগাছির সেই বৃদ্ধাশ্রমে গেলেন সেখানে রং খেললেন বৃদ্ধাদের সঙ্গে

দোল যাঁদের কাছে বেরঙিন, তাঁদের কাছে রঙের খোঁজ পৌঁছে দিল হাওড়ার একটি সংস্থা। এদিন হাওড়া কল্য়াণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস ও দোল উপলক্ষে সাত্রাগাছির একটি বৃদ্ধাশ্রমে মহিলাদের নিয়ে রং খেলায় মেতে উঠলেন সংস্থার সদস্য়রা। তাঁদের সঙ্গে রং খেললেন রূপান্তরকামী আইনজীবী ও নৃত্য়শিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ ও অভিনেতা কুশল ভৌমিক। অনুষ্ঠানের শেষে নতুন শাড়ি আর খাবারদাবার দেওয়া হল বৃদ্ধাদের। কেমন লাগল এই অনুষ্ঠানে থাকতে পেরে? মেঘ বললেন, "বাড়িঘর ছেড়ে চলে আসা  এই মানুষগুলোর জীবন বড়ই বেরঙিন। এঁরা না-পান এঁদের নাতি-নাতনিদের, না-পান নিকট আত্মীয়দের। তাই এই একটা দিন না-হয় আমরাই এঁদের কাছের মানুষ হয়ে রাঙিয়ে দিলাম।"

অনুষ্ঠানের অন্য়তম উদ্য়োক্তা জয়দীপ দে বলেন,   "আমরা এবারে নারী দিবস নিয়ে একটা অনুষ্ঠান করেছি। সেখানে সম্বর্ধিত করেছি মেঘ সায়ন্তনী ঘোষ ও আরও কয়েকজনকে। সেই সঙ্গে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দোল উৎসব পালন করেছি। আসলে কী জানেন, মানুষগুলো বড় একা। এই একটা দিন ওঁদের একটু সঙ্গ দিতে পেরে নিজেদেরই ভাল লাগছে।"

 

PREV
click me!

Recommended Stories

লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের
Messi in Kolkata : বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে? জবাবে কী বললেন দুই পুলিশকর্তা?