সোনাগাছির জন্য় ৩৬ ঘণ্টার ভেতর ১লাখ ১৬ হাজার টাকা তুলে ফেললো পাঁচজনের ফেসবুক গ্রুপ

  • ' খরিদ্দার ' নেই, তাই টান পড়েছে বিশ্বের আদিমতম পেশায়
  • সোনাগাছি খাঁ-খাঁ করছে, হাঁড়ি চড়ছে না যৌনকর্মীদের ঘরে
  • এগিয়ে এলো একটি পাঁচজনের একটি ফেসবুক গ্রুপ
  • মাত্র ৩৬ ঘণ্টার ভেতর ১ লাখ ১৬ হাজার টাকা অনুদান জোগাড় করলো তারা

লকডাউনের মরশুমে  'খরিদ্দার' নেইতাই টান পড়েছে বিশ্বের আদিমতম পেশায়যৌনপল্লী খাঁ-খাঁ করছে হাঁড়ি চড়ছে না সোনাগাছিতেএই পরিস্থিতিতে যৌনকর্মীদের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলো পাঁচজনের একটি ফেসবুক গ্রুমাত্র ৩৬ ঘণ্টার ভেতর তারা জোগাড় করে ফেলল ১লাখ ১৬ হাজার টাকার অনুদান!

গ্রুপের পক্ষ থেকে  নির্মাল্য় সেনগুপ্ত জানিয়েছেন, "আমাদের একটা পাঁচজনের টিম রয়েছে ফেসবুকেআমরা লেখালেখি করিআমরা সেখানে বলেছিলাম, এই যে লকডাউন থাকবে, এই সময়ে মানুষকে আমরা এনটারটেইন করবো বিভিন্ন জোক লিখে, গল্প লিখে, ভিডিয়ো করে পোস্ট করবো।  তা এই সময়ে যৌনকর্মীদের সংগঠন দুর্বার-এর তরফ থেকে আমাদের কাছে  একটা আবেদন আসে।  তখনই আমরা ফেসবুকে আর হোয়াটসআপ গ্রুপে আবেদন করি, আমরা যে এনটারটেইন করছি, তার বদলে আমরা যৌনকর্মীদের জন্য় এই সাহায্য়টুকু চাইছি তারপর থেকেই টাকা আসতে শুরু করে মাত্র ৩৬ ঘণ্টার ভেতর ১ লাখ ১৬ হাজার টাকা উঠে যায়"

Latest Videos

 

আপাতত অনুদান নেওয়া বন্ধ করেছেন নির্মাল্য়রাযে টাকা উঠেছে, সেই টাকা দিয়ে তাঁরা কিনেও নিয়েছেন চাল, আলু, সাবান আর স্য়ানিটারি ন্য়াপকিনসেইসঙ্গে কিছু মাস্কশনিবার সোনাগাছির ৫০টি পরিবারের হাতে তাঁরা তুলে দেন পাঁচকেজি করে চাল, দুকেজি করে আলু, দুটো করে সাবান, এক প্য়াকেট স্য়ানিটারি ন্য়াপকিনআর সেইসঙ্গে দুর্বার সমিতির হাতে দুশোটা মাস্ক তুলে দেওয়া হয়ওঁদের এই উদ্য়োগে এগিয়ে এসেছেন অনেকেই"কেনাদামে আমাদের  আলু বেচেছেন একজনযাঁর গাড়িতে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়  যাতায়াতের জন্য় একটা পয়সাও নেননি তার মালিক" জানালেন নির্মাল্য়

দুর্বার মহিলা সমন্বয় সমিতির তরফ থেকে তরুণ বসু জানালেন, "দেখুন, যৌনকর্মী ও তাঁদের পরিবার পরিজন মিলিয়ে সোনাগাছিতে সবমিলিয়ে দশহাজার মানুষের বাস এদের ভেতর বড়জোর কিছুজনের হাতে টাকা রয়েছেবাকিরা একেবারে নিঃস্বনির্মাল্য়রা যে এগিয়ে এসেছেন তাতে আমরা খুশিআমরাও একটা আবেদন করেছিসেখানেও বেশ সাড়া পাওয়া যাচ্ছে"

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata