বিয়ের আসরে সিলিং ফ্যান ধরে ঝুলছে পাত্র, ভাইরাল হল ভিডিও

arka deb |  
Published : May 09, 2019, 12:08 PM IST
বিয়ের আসরে সিলিং ফ্যান ধরে ঝুলছে পাত্র, ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

নানা রকম সনাতন শাস্ত্রীয় ব্যখ্যা থাকলেও আজ সেই বিয়ের নানা রেওয়াজকে মজার অংশ হিসেবে নেওয়া হয়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমনই এক বিয়ের আসরের  ভিডিও। 

বাঙালি বিয়ের অনুষ্ঠান, তার শতেক নিয়ম। কড়ি খেলা, ভাত কাপড়ের দায়িত্ব, অগ্নিসাক্ষী রাখা, আরও কত কী! নানা রকম সনাতন শাস্ত্রীয় ব্যখ্যা থাকলেও আজ সেই রীতি রেওয়াজকে মজার অংশ হিসেবে নেওয়া হয়। টুকরো টুকরো স্মৃতি পরে অ্যালবাম হাতড়ে দেখতে মন্দ লাগে না। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমনই এক বিয়ের আসরের  ভিডিও। 

ভিডিওটি মালাবদলের আগের দৃশ্যের। বাঙালি বিয়েতে এই সময়টা সবচেয়ে মজার। কেননা পাত্র-কন্যা দুই পক্ষই এই সময়ে মজার ছলে রেষেরেষি করে কোন পক্ষ বড় তাই নিয়ে। তবে এই রেষারেষি যে এতদূর যাবে তা কে জানত। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে আত্মীয় বন্ধুরা পাত্রকে তুলতে তুলতে এত ওপরে পাঠিয়ে দিয়েছে যে শূন্যে ভাসমান অবস্থায় জামাই বাবাজীবন ভয়ের চোটে একবার বউকে জাপ্টে ধরছেন, একবার সিলিং ফ্যান। বউয়েরও তখন দফারফা। শূন্যে ভাসমান অবস্থায় চোখমুখ রক্তশূন্য করে সে তখন পরিস্থিতি থেকে উদ্ধার পেলে বাঁচে।

প্রাণ ভয়ে এটা সেটা হাতড়াতে  হাতড়াতে পাত্র তখন খুলে পেলে দিয়েছেন বড় মেটাল আলো। তবুও হুল্লোড় থামে না। শেষমেশ উল্টেই গেল পাত্রীর পি়ঁড়ি।

এই যুগলের পরিচয় এখনও যায়নি। এইটুকু হলফ করে বলা যায় বিয়ের আসরের মজা তাঁরা জীবনে ভুলবে না।

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?