গর্ভ ভাড়া দিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক সারোগেটেড মায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। এই ঘটনায় এক চিকিৎসক সহ আরও ৭ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন প্রতারিত দম্পতি।
আরও পড়ুন, প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু, কী বললেন সুদীপ-ফিরহাদ
সূত্রের খবর, নিউ আলিপুরের এক ব্যবসায়ী পরিবারের বড় ছেলে ও তাঁর স্ত্রী নিঃসন্তান। সন্তান লাভের আশায় ভবানীপুরের এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। সেই চিকিৎসকের পরামর্শ মতোই গত জুন মাসে সারোগেটেড মাদারকে ৬ লক্ষ টাকা দেন। অভিযোগ, টাকা দেওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ওই দম্পতির কোনও সন্তান পাননি।
আরও পড়ুন, তরুণীর গোপন মুহূর্তের ছবি ছড়ানোর শাস্তি কলকাতায়, ২ বছরের কারাদণ্ড যুবকের
ওই দম্পতির অভিযোগ, সন্তান দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন অভিযুক্ত সরোগেটেড মা।। সন্তান না পেয়ে অবশেষে থানায় ওই মহিলা সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। এরপরই তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। এরপরে দক্ষিণ ২৪ পরগনার বাড়ি থেকে কাশ্মীরা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।