KMC Election: 'প্রমাণ দিলে দল ব্যবস্থা নেবে' ভোট দিয়ে বেরিয়ে কেন এমন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সকাল থেকেই শুরু হয়ে গেছে কলকাতা পুরসভার ভোট। আর পুরভোটের সকাল থেকেই জায়গায় জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। এবার ভোট দিয়ে বেরিয়ে সেই নিয়েই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
 

ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কার্যত স্পষ্ট ভাষাতেই বিরোধীদের নিশানা করে তিনি বলেন, 'বাংলায় ভোটের ফল কী হতে পারে তা বুঝতে পেরে নানা ধরণের অজুহাত দিচ্ছে বিজেপি। একে বলে নাচতে না জানলে উঠোন বাঁকা। বিরোধীরা বুথে এজেন্ট দিতে না পারলে তা কি তৃণমূলের (TMC) দোষ? এতে তৃণমূল (TMC) কী করবে? যারা তৃণমূল মানুষের জন্য কাজ করে।  আর মানুষের হৃদয়ে যে ওঁদের কোনও জায়গা নেই তা ওনারা জানেন।' পাশাপাশি এবার পুরোভোটেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল ত্রিপুরা প্রসঙ্গ। তিনি স্পষ্ট জানান, 'ত্রিপুরায় গণতন্ত্রের তোয়া হয়েছে। সেখানে মানুষ ভোট দিতে পারে নি।'

একইসঙ্গে সকাল থেকে জায়গায় জায়গায় উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও মারধরের অভিযোগ উঠেছে তো কোথাও আবার বোমাবাজির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও সকল অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। এদিন ভোট দিয়ে বেরিয়ে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, 'আমরা সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠভাবে নির্বাচন হোক। আমি সকলকে বলছি আপনারা সবাই তো বুথের আশপাশেই রয়েছেন। আপনারা কেউ যদি কোনও ফুটেজ দেখতে পারেন যে তৃণমূলের (TMC) কেউ কোনও ঘটনা ঘটিয়েছে তাহলে সেই ফুটেজ প্রকাশ্যে নিয়ে আসুন। কথা দিচ্ছি যদি প্রমাণিত হয় যে তৃণমূল (TMC) কোথাও যুক্ত আছে ২৪ ঘন্টার মধ্যে প্রশাসনিক স্তর থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।'

Latest Videos

প্রসঙ্গত, বাংলার নির্বাচনে (West Bengal Polls) হিংসার চেহারা নতুন কোনও বিষয় নয়। এর আগে চলতি বছরে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন সবক্ষেত্রেই  মিলেছে হিংসার ছবি। পুরভোটের ক্ষেত্রেও তার অন্যথা হয় নি। সকাল থেকেই বিভিন্ন বুথে ভাংচুর ও মারধরের অভিযোগ সামনে এসেছে। উত্তর থেকে দক্ষিণ সবজায়গায়তেই পরিস্থিতি প্রায় এক। 

এমন কি পুলিশের সামনেই পোলিং কংগ্রেস (Congress) পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ সামনে এসেছে। এদিন শিয়ালদায় ৩৬ নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের সামনে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। বোমাবাজিতে আহত হন একজন সাধারণ নাগরিক। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। নারকেলডাঙায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গিরিশকুমার শুক্লাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের (TMC)  বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress)। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results