কসবায় মহিলার উপর অ্যাসিড হামলা, গ্রেফতার ১

  • ফের শহর কলকাতার বুকে হল, অ্যাসিড হামলা  
  •  প্রকাশ্য রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা হয় 
  • কসবা থানাতেই পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত  
  •  পশ্চিমবঙ্গেই অ্যাসিড আক্রমণের ৫০টি ঘটনা ঘটেছে 


ফের কলকাতার বুকে  অ্যাসিড হামলা ।  কসবা এলাকায়, প্রকাশ্য রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা হয়। ঘটনাস্থলেই হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলেন প্রত্যক্ষদর্শীরা। খবর পৌছয় কসবা থানায়। আপাতত কসবা থানাতেই পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত। 

আরও পড়ুন, কলকাতা মেট্রো ছত্রিশ ছুঁইছুঁই, ছবিতে ফিরে দেখা যাক সেই ইতিহাস

Latest Videos

সূত্রের খবর, কসবা এলাকার স্থানীয় এক স্কুলের সামনেই ঘটেছে এই অ্যাসিড হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে হামলাকারী। মুহূর্তের মধ্যে চিৎকার শুনে আশপাশ থেকে ছুটে আসেন লোকজন। ঘটনাস্থলেই প্রত্যক্ষদর্শীরা হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলেন। তৎক্ষণাৎ তাঁকে পাকড়াও করে কসবা থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা। অপরদিকে, অ্যাসিড আক্রান্ত মহিলাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালে ভরতি ওই মহিলা। প্রকাশ্য দিনের আলোয় খাস শহরের বুকে এভাবে মহিলার উপর অ্যাসিড হামলা হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

আরও পড়ুন, কসবার বহুতলে আগুন, আতঙ্কে খালি পায়ে বেরিয়ে পড়েন এলাকাবাসী

প্রসঙ্গত উল্লেখ্য়, চলতি বছরের গোড়ার দিকেই অ্যাসিড হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, অ্যাসিড হামলার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম।  ২০১৮ সালে আমাদের রাজ্যের মেয়েরাই সবথেকে বেশি অ্যাসিড হামলার শিকার হয়েছে। এনসিআরবি-র পরিসংখ্যান তথ্য অনুযায়ী  গত এক বছরে দেশে ১২৬টির মধ্যে পশ্চিমবঙ্গেই অ্যাসিড আক্রমণের ৫০টি ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৫৩ জন। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury