পুজো উদ্ধোধন করতে মঙ্গলবারই কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাতে সল্টলেকের বিজে ব্লকের পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীদের মত বিজেপি নেতারাও। হেভিওয়েট শাহের পুজো উদ্বোধন ঘিরে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছিল গোটা চত্বর।
এদিকে বিজেপি সভাপতি বিজে ব্লকের পুজো উদ্বোধন করলেও সোমবার পর্যন্ত এই উদ্বোধন ঘিরে পুজো কমিটির অন্দরে তুমুল দ্বন্দ্ব চলছিল। পুজো কমিটির যুগ্ম সম্পাদক ও তাঁর অনুগামীরা চেয়েছিলেন এলাকার বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসুকে দিয়েই পুজোর উদ্বোধন করাতে। তবে শেষ পর্যন্ত অমিত শাহকে দিয়েই পুজোর উদ্বোধন করানো হয়। যদিও আমন্ত্রণ জানানো হয়েছিল সুজিত বসু ও বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকেও।
এদিকে এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে অমিত শাহ ফের এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন। কোনও শরণার্থীকে ভারত ছাড়তে হবে না বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।