রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ, সার্জেন্টের আঙুল কামড়ে দিলেন বাইক চালক

Published : Aug 19, 2019, 05:55 PM IST
রাতের শহরে ফের আক্রান্ত পুলিশ, সার্জেন্টের আঙুল কামড়ে দিলেন বাইক চালক

সংক্ষিপ্ত

ফের রাতের কলকাতায় আক্রান্ত পুলিশ বেপরোয়া বাইক চালককে আটকানোয় হাতাহাতি ট্রাফিক সার্জেন্টের আঙুল কামড়ে দিলেন বাইকচালক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ফের রাতের কলকাতায় আক্রান্ত ট্রাফিক পুলিশ। ট্রাফিক সার্জেন্টের হাতের আঙুল দিলেন বাইক চালক এক যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ই এম বাইপাসের উপরে হাইল্যান্ড পার্ক এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হাইল্যান্ড পার্ক মোড়ে নাকা চেকিং করছিলেন সার্জেন্ট সত্যেন্দ্র কুমার। সঙ্গে ছিলেন সিভিক ভলান্টিয়ার বিজয় ভৌমিক। হাইল্যান্ড পার্কের সামনের সার্ভিস রোড দিয়ে যাওয়ার সময় ট্রাফিক আইন লঙ্ঘন করেন অমিত কবিরাজ নামে এক বাইক আরোহী। তাঁকে থামাতে গেলে ওই ট্রাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যুবক। সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। 

অভিযোগ, আচমকাই বিজয় ভৌমিকের বাঁ হাতের আঙ্গুলে কামড়ে দেন অমিত কবিরাজ নামে ওই বাইক আরোহী। ঘটনাস্থল থেকেই অমিতকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। অন্যদিকে আক্রান্ত বিজয় ভৌমিকের অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত করছে সার্ভে পার্ক থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ