বার্ড ফ্লু থেকে বাঁচাতে আলিপুর চিড়িয়াখানার পাখিদের উপর ওষুধ প্রয়োগ, আতঙ্ক দুর্গাপুরেও

  • আর ঝুঁকি নিল না আলিপুর চিড়িয়াখানাও 
  • পাখিদের দেওয়া হচ্ছে ভিরকল এস নামক ওষুধ 
  •  দেশের ৯ রাজ্যে মারা যাচ্ছে মুরগী, ময়ুর, কাক 
  •  দুর্গাপুরেও একাধিক হাঁস, মুরগী মৃত মিলেছে

Asianet News Bangla | Published : Jan 13, 2021 11:08 AM IST / Updated: Jan 13 2021, 04:43 PM IST

দেশের ৯ রাজ্যে ছড়িয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্য়েই দিল্লি, মহারাষ্ট্র সহ দেশের ৯ রাজ্যে বার্ড ফ্লু ছড়ানোয় কলকাতা সহ সব জেলাকে সতর্ক করেছে রাজ্য় স্বাস্থ্য দফতর। এমন অবস্থায় আরও ঝুঁকি নিল না আলিপুর চিড়িয়াখানাও।

 

 

সূত্রের খবর, করোনা আতঙ্কের সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বার্ড ফ্লুর প্রভাব পড়েছে পাখিদের উপর। এই প্রকোপ যাতে আলিপুর চিড়িয়াখানার  পালিত পাখিদের উপর  না পারে, তার জন্য প্রত্যেকদিন সকালবেলায় পাখিদের খাঁচার উপরে এবং খাওয়ার জলে  মেডিসিন  ছড়ানো হচ্ছে। বুধবারও সকালবেলায় আলিপুর চিড়িয়াখানায় পাখিদের গায়ে ও খাঁচায় থাকা খাবার জলে  ছড়ানো হচ্ছে ভিরকল এস নামক ওষুধ। উল্লেখ্য, আলিপুর চিড়িয়াখানায় প্রতিদিন দর্শক দের প্রবেশের আগে এই ওষুধ ছড়ানো হচ্ছে। 

 

 


বার্ড ফ্লু নিয়ে সতর্কতা মূলক অ্যাডভাইজারিও করা হয়েছে। তবে এদিকে আতঙ্ক ছড়িয়েছে কলকাতার কাছে বর্ধমান জেলার দুর্গাপুরে। সেখানে দুর্গাপুরের ১০ নং ওয়ার্ডে একাধিক হাঁস, মুরগী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, দেশের প্রায় ৯ রাজ্যে হাজারে হাজারে মুরগী, ময়ুর, কাক সহ অন্যান্য পাখি মারা যাচ্ছে। 


 

Share this article
click me!