মানিকতলায় ব্যাটারি গুদামে বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ১০ ইঞ্জিন

  • ব্যাটারির গুদামে বিধ্বংসী আগুন
  • ঘটনার জেরে এলাকায় আগুন আতঙ্ক
  • ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী
  • পরিস্থিতি সামাল দিতে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী

Asianet News Bangla | Published : Jan 13, 2021 10:43 AM IST / Updated: Jan 13 2021, 04:27 PM IST

মানিকতলায় এক ব্যাটারি গোডাউনে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। ব্য়াটারি কারখানাটি ঘিঞ্জি এলাকায় হওয়ায়  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। আজ সকাল এগারোটা নাগাদ ব্যাটারির ওই গোডাউন থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন।  পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অগ্নিকাণ্ডের স্থলটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা থাকে।

আরও পড়ুন-নাইলন ব্যাগের আড়ালে কোটি টাকার তক্ষক পাচারের চেষ্টা, পুলিশের জালে ২ পাচারকারী

ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়তলা থানার পুলিশ। দমকলের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকল সূত্রে খবর, ব্যাটারি গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে, দমকলের ১০ ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও পকেট ফায়ার আছে কিনা খতিয়ে দেখছেন দমকল আধিকারীকরা। গুদামে আগুন লাগার পর ভিতরে দুইজন কর্মী আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে দমকল।

আরও পড়ুন-চিটফান্ড মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ, জেনে নিন কেডি সিং সম্পর্কে কিছু তথ্য

ঘিঞ্জি বসতি এলাকায় আগুন লাগার কারনে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, বুধবার বেলা এগারোটা নাগাদ ব্যাটারির গুদাম থেকে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দমকলের দশটি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share this article
click me!