শহরে উদ্ধার লক্ষাধিক টাকার জালনোট, গ্রেফতার ৩

Published : Sep 26, 2019, 01:54 PM IST
শহরে উদ্ধার লক্ষাধিক টাকার জালনোট, গ্রেফতার ৩

সংক্ষিপ্ত

শহরে জালনোটের সন্ধান উদ্ধার ৩ লক্ষ ৫৮ হাজার টাকার জালনোট গ্রেফতার হরিয়ানার ৩ বাসিন্দা গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ

শিয়ালদহ স্টেশনের কাছেই হাত বদল হতে চলেছে  বিপুল পরিমাণ জাল নোটের।  মঙ্গলবার গোপন সূত্রে এই খবর পান স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। এরপরই  পাচারকারীর সন্ধানে  জাল পাতেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। এরপর বেলেঘাটা রোড থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রাজু ভি তামিলনাড়ুর কাঞ্চীপুরমের বাসিন্দা। ধৃতের থেকে উদ্ধার হয় ১৪০চি দুহাজার টাকার জাল নোট। যার মোট পরিমাণ ছিল ২লক্ষ ৮০ হাজার টাকা। এত বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে আসছিল এবং কোথায় পাচারের ছক ছিল তা জানতে  রাজুকে জেরা শুরু হয়।

রাজুর দেওয়ার তথ্যের ভিত্তেতই শিয়ালদহ বিগবাজার এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তিন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃত সনু সিং, বিকাশ ও রণবীর তিনজনের বাড়িই হরিয়ানায়। 

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের