পিসির রাজত্বে ভাইপোর কীসের ভয়,কঙ্গনা প্রসঙ্গে মহুয়াকে পাল্টা বাবুলের

  • কঙ্গনা রানাওয়াতের নিরাপত্তার তাপে তপ্ত বঙ্গ রাজনীতি
  • সোশ্য়াল মিডিয়ায় মহুয়া মৈত্রকে পাল্টা বাবুল সুপ্রিয়র
  •  বলিউড কুইন নিয়ে অমিত শাহকে আক্রমণ করায় পাল্টা
  • এবার অভিষেক নিয়ে মহুয়াকে খোঁচা বিজেপি সাংসদের

 

কঙ্গনা রানাওয়াতের নিরাপত্তার তাপে তপ্ত বঙ্গ রাজনীতি। সোশ্য়াল মিডিয়ায় মহুয়া মৈত্রকে পাল্টা দিতে এবার হাজির বিজেপির বাবুল সুপ্রিয়। বলিউড কুইন নিয়ে অমিত শাহকে আক্রমণ করায় এবার অভিষেক নিয়ে মহুয়াকে খোঁচা দিতে ছাড়লেন না আসানসোলের সাংসদ। কী বললেন রাজ্য় বিজেপির যুব মুখ ?

ফাইল দিচ্ছে না ইডি, রোজভ্যালি তদন্ত নিয়ে সিবিআইয়ের সঙ্গে সংঘাত.

Latest Videos

সম্প্রতি বি টাউনের বিদ্রোহিনীকে নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র।  কঙ্গনা রানাওয়াতকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধেছেন মহুয়া। টুইটারে কৃষ্ণনগরের সাংসদ বলেছেন, মিস্টার হোম মিনিস্টার- এর থেকে ভালো সম্পদের ব্যবহার আর কী হতে পারে !

বলিউডের সাম্প্রতিক চিত্র বলছে,সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু নিয়ে উত্তাল হয়েছে দেশ। সুশান্তের মৃত্য়ুর তদন্ত চেয়ে প্রথম থেকেই সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। বলিউডে এর পিছনেও নেপোটিজমের অ্যাঙ্গেল খুঁজে পান তিনি। পরে মহারাষ্ট্রের শিবসেনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। উদ্বব ঠাকরের আমলে মুম্বইতে তিনি নিরাপত্তার অভাব বোধ করেন বলে মন্তব্য় করেন কঙ্গনা। পাল্টা এই নিয়ে মুখ খোলেন শিবসেনার নেতারাও। কঙ্গনাকে মুম্বই থেকে দূরে থাকতেই বলেন তাঁরা।

এক লাখ দেশবাসীর সুরক্ষায় ১৩৮ জন পুলিশ, কঙ্গনাকে কেন ওয়াই প্লাস নিরাপত্তা- প্রশ্ন মহুয়ার

জানা গিয়েছে, বলিউড কুইনের নতুন সুরক্ষা ব্য়বস্থায়, কমান্ডো-সহ ১১ জন সশস্ত্র পুলিশ থাকবে। আপাতত হিমাচল প্রদেশে মানালির বাড়িতেই  রয়েছেন কঙ্গনা। তাঁর বাড়ির  নিরাপত্তাও বাড়ানো হয়েছে। 

এরপরই কঙ্গনার  নিরাপত্তায় ওয়াই প্লাস নিরাপত্তা দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলের মহুয়া মৈত্র। টুইটারে মহুয়া লিখেছেন, 'দেশের এক লক্ষ দেশবাসীর সুরক্ষায় ১৩৮ জন পুলিশ  কর্মী রয়েছেন। ৭১টি দেশের নিরাপত্তার আনুপাতিক হারের বিচারে যা নীচের দিকে স্থান পায়। সেখানে কঙ্গনার মতো বলিউড অভিনেত্রীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। এটাই হল সম্পদের সঠিক ব্যবহার। তাই নয় কি মিস্টার হোম মিনিস্টার ।'

'রাজ্য়ে দুর্গাপুজোয় নাইট কারফিউ', হোয়াটসঅ্যাপ ছড়ালেই 'হাজতবাস'

যার পাল্টা দিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন,  'অভিষেক ব্যানার্জিকে বিশাল কমান্ডো কভার কেন? কঙ্গনা তো কিছু অপ্রিয় সত্যি কথা বলে শিবসেনার রোষের মুখে পড়েছে, তাই সিকিউরিটি। কিন্তু পিসির রাজত্বে ভাইপোর কিসের ভয়? কালো কাঁচে ঢাকা গাড়ির পর গাড়ি। সিকিউরিটি কি ভেতরের কালো সত্যি কথাগুলি 'ঢাকতে  নাকি 'শান্তিনিকেতনে' যাবার রাস্তাটি খুব ডেঞ্জারাস বলে? জবাব চাই জবাব দাও।

"

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?