বাবুলের শপথ ঘিরে সঙ্কট, ধনখড়ের শর্তের জবাব দেবে বিধানসভা, কী হবে আজ

 বাবুল সুপ্রিয়-র শপথের অনুমতি দেওয়া নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রশ্ন অমূলক।  বিধানসভার সচিবালয় থেকে এদিন বৃহস্পতিবার রাজভবনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

বাবুলের শপথ ঘিরে গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। বাবুল সুপ্রিয়-র শপথের অনুমতি দেওয়া নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রশ্ন অমূলক। এর সঙ্গে শপথের কোনও সম্পর্ক নেই। নবান্নের পরিষদীয় দফতরে যে নোটটি পাঠিয়েছিল রাজ্যপাল, সেই ফাইল বিধানসভার সচিবালয়ে পাঠিয়েছে নবান্ন। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি ছেড়ে আসা তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। একসময়ের বাবুলকে সমর্থন করা রাজ্যপাল এখন উল্টোসুর গাইছেন বলে কটাক্ষ রাজ্যের শাসকদলের।  বিধানসভার সচিবালয় থেকে এদিন বৃহস্পতিবার রাজভবনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বিজেপির মন্ত্রী থাকাকালীন বাবুলের প্রতি রাজ্যপালের উপস্থিতি পুরোপুরিই আলাদা ছিল। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেবার তুমুল গন্ডোগোলের মধ্যে পড়ে তৎকালীন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সেই বিপদকালীন অবস্থায় তাঁকে উদ্বার করতে নিজে এসেছিলেন রাজ্যপাল। তবে বিজেপি বিয়োগের পর, তারপর আবার বালিগঞ্জ বিধানসভা জয়ে বিজেপির চক্ষুশূল এখন তাঁদের প্রাক্তন সহকর্মী তথা রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর এবার তৃণমূল জয়ী বিধায়ক বাবুলের শপথেই কার্যত বাধা হয়ে দাঁড়ালেন রাজ্যপাল। বাবুলের শপথ ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন জটিলতা। তৃণমূলের অভিযোগ, এর মূলে রয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনখড়। 

Latest Videos

আরও পড়ুন, 'গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে', বিএসএফ-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মমতা

প্রসঙ্গত, ফের রাজ্য ও রাজ্যপালের সংঘাত শুরু। আর তাতেই বিপাকে পড়লেন বালিগঞ্জের নতুন বিধায়ক বাবুল সুপ্রিয়। কারণ বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উল্টে তিনি তলব করেছেন বিধানসভার সচিবকে। পাশাপাশি রাজ্যপাল বলেছেন বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর আগে তাঁর কিছু শর্ত রয়েছে। রাজ্যপালের এই জাতীয় মনভাবের কারণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় যাতে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাতে পারেন তার সেই সংক্রান্ত একটি ফাইলও রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠান হয়েছিল। কিন্তু সেটিও নাকি রাজ্যপাল ফেরত পাঠিয়ে দিয়েছেন বলে খবর। 

আরও পড়ুন, তাপপ্রবাহের দাপটের মাঝেই সুখবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন, অটোয় নাবালিকার গোপানাঙ্গে স্পর্শ, মানিকতলায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার খোদ পুলিশই

 পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, 'কোনও বিধায়ককে শপথবাক্য পাঠ করানো শর্তের ওপর নির্ভর করতে পারে না। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, 'বিধাককে শপথবাক্য পাঠ করানো রাজ্যপালের সাংবাধানিক দায়বদ্ধতার মধ্য়ে পড়ে।' তিনি আরও বলেন রাজ্যপাল নিজে নতুন বিধাকয়কে শপথবাক্য পাঠ করাবেন নয়তো অন্য কাউকে এই দায়িত্ব দেবেন। নির্বাচনে জিতে আসার পরে বিধায়ককে দ্রুত শপথ বাক্য পাঠ করানো জরুরি কারণ তা নাহলে এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। ক্ষতি হবে স্থানীয় বাসিন্দাদের। তাই বিধায়কের শপথ গ্রহণ শর্তাধীন হতে পারে না।' 

 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর