সংক্ষিপ্ত
'গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে', বিএসএফ-র বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্য়োপাধ্যায়।
'গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে', বিএসএফ-র বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্য়োপাধ্যায়। মূলত নবান্নে জরুরী বৈঠক হয় দুয়ারে সরকারকে কেন্দ্র করে। সেখানেই তিনি রাজ্যে ক্রমাগত ঘটে চলা অপরাধের ঘটনায় কড়া বার্তা দেন। শীর্ষ কর্তাদের তিনি বলেন, তাই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিশেষ নজর রাখতে। এবং বলতে বলতে তিনি রেলমন্ত্রী থাকাকালীন ঠিক কী হয়েছিল, সেই ঘটানার পর্দাফাঁসও করেন মুখ্যমন্ত্রী।
'তখন আমি রেলমন্ত্রী ছিলাম, আমি জানি ডেডবডি কীভাবে ফেললে , তার কী আকার হয়'
বুধবার নবান্নে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'তোমরা জানো, গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে। এরকম অনেক কেস আমাদের কাছে এসেছে। কোচবিহারে পরপর এমন অেক ঘটনা ঘটেছে। একটা জিনিস লক্ষ্য রেখো, ৫০ কিমি অবধি অনুমতি ছাড়া বিএসএফকে ঢুকতে দেবে না। এরপর তিনি আরও একটি ঘটনা সকলকে মনে করান। যখন তিনি দেশের রেল মন্ত্রী ছিলেন, তখনই নাকি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল বলে দাবি মমতার। মুখ্যমন্ত্রী বলেন, 'একবার চারজনকে মেরে জলপাইগুড়িতে ফেলে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু আমি ধরেছিলাম। কারণ তখন রেলমন্ত্রী ছিলাম। আমি জানি ডেডবডি কীভাবে ফেললে , তার কী আকার হয়। হাতেনাতে ধরেছিলাম। জলপাইগুড়ির ঘটনা নয় এটা।' যদিও এখনও বিএসএফ-র তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন, 'দুর্নীতিতে নাম জড়ালে কাউকেই ছাড়া হবে না', কড়া বার্তা মমতার
প্রসঙ্গত গতবছর সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের সঙ্গে সমন্বয় বাড়াতে পশ্চিমবঙ্গের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।সীমান্তে পাচার সহ অন্যান্য অপরাধ রুখতে কড়া নির্দেশ দেয় বিএসএফ। তবে এনিয়ে রাজ্যের তীব্র আপত্তি রয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে আগেই প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী ।সম্প্রতি এক নির্দেশিকায় সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত বিএসএফ-র গতিবিধি বাড়িয়েছে কেন্দ্র। সীমান্তবর্তী এলাকায় নজরদারি টাওয়ার বসানোর জন্য বিএসএফ জমি চেয়েছে। সেই বিষয়টি কী অবস্থায় রয়েছে, তা নিয়েও জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব। সীমান্তবর্তী জেলাশাসক এবং পুলিশসুপারদের সাঙ্গে কথা বলেন অজয় ভাল্লা।
আরও পড়ুন, 'হাঁসখালি-বগটুইয়ের জন্য পুলিশের গাফিলতিই দায়ী, এর দায় নেবে না সরকার', বিস্ফোরক মমতা
উল্লেখ্য, মোদী সরকার ক্ষমতায় আসতেই সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছে। সীমান্তে পাচার সহ অন্যান্য অপরাধ রুখতে কড়া নির্দেশ দিয়েছে বিএসএফ। সম্প্রতি এক নির্দেশিকায় সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত বিএসএফ-র গতিবিধি বাড়িয়েছে কেন্দ্র। আগে পশ্চিমবঙ্গে সীমান্ত থেকে ১৫ কিমি অবধি ছিল বিএসএফ-র এক্তিয়ারে। এবার তা বেড়ে ৫০ কিমি দূর থেকে তল্লাশি চালাতে পারবে বিএসএফ। তবে এনিয়ে রাজ্যের তীব্র আপত্তি রয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে আগেই প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রতিবাদ জানিয়েছে তৃণমূলও। আর এবার ফের সেই বিএসএফ ইস্যুতেই গর্জে উঠলেন মমতা।
আরও পড়ুন, অটোয় নাবালিকার গোপানাঙ্গে স্পর্শ, মানিকতলায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার খোদ পুলিশই