মন ভালো করা খবর, আজই কলকাতায় ঢুকছে কয়েক হাজার মেট্রিক টন বাংলাদেশী ইলিশ

যেহেতু স্থানীয় ইলিশের উৎপাদন এবছরে কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও সেই ঘাটতি মেটাবে। ৬০০ গ্রাম থেকে বারোশো তেরোশো গ্রাম পর্যন্ত সাইজের ইলিশ আসবে। 

পুজোর (Durga Pujo) আগে কলকাতায় (Kolkata) আসছে বাংলাদেশি ইলিশ (Bangladeshi hilsa)। মঙ্গলবার বাংলাদেশ সরকারের (Bangladesh Government) মৎস্য বিভাগ কলকাতায় ইলিশ মাছ পাঠানোর অনুমতি দেয়। মোট ২০৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ উপহার হিসেবে কলকাতায় পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। এই মাছ মঙ্গলবার অথবা বুধবার থেকেই হাওড়া পাইকারি মাছ বাজারে ঢুকবে। 

Latest Videos

বাংলাদেশি মাছ ব্যবসায়ী কাজী আবদুল মান্নান জানিয়েছেন ৬০০ গ্রাম থেকে এক কেজি অথবা বারোশো গ্রাম সাইজের ইলিশ এবারে পাওয়া যাবে। পুজোর আগে কলকাতার ইলিশ পাঠাতে পেরে তারা খুশি। তবে এ বছর বাংলাদেশে কম মাছ উৎপাদন হয়েছে। কলকাতায় এই মাছ আমদানি করছেন সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি বলেন ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে গত তিন বছর পুজোর আগে উপহার হিসাবে কিছু ইলিশ বাংলাদেশ সরকার পাঠায়। 

গত বছরে দুই হাজার মেট্রিক টন ইলিশ কলকাতায় আসে‌। তবে এবারে মাছ আসতে এক সপ্তাহ দেরি হয়েছে। তিনি বলেন যেহেতু স্থানীয় ইলিশের উৎপাদন এবছরে কম তাই বাংলাদেশি ইলিশ কিছুটা হলেও সেই ঘাটতি মেটাবে। ৬০০ গ্রাম থেকে বারোশো তেরোশো গ্রাম পর্যন্ত সাইজের ইলিশ আসবে। দাম হাওড়া পাইকারি মাছ বাজারে বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত উঠতে পারে। আপাতত ইলিশ মাছ কবে বাজারে ঢুকবে তার দিকেই তাকিয়ে আছে খাদ্যরসিক বাঙালি।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba