সারদা মায়ের জন্ম তিথিতে খুলল বেলুড় মঠ, কোভিড বিধি মেনেই ভক্তদের প্রবেশ

Published : Dec 26, 2021, 11:52 AM IST
সারদা মায়ের জন্ম তিথিতে খুলল বেলুড় মঠ, কোভিড বিধি মেনেই ভক্তদের প্রবেশ

সংক্ষিপ্ত

কোভিড বিধি মেনে শ্রী শ্রী সারদা মায়ের জন্ম তিথি উপলক্ষে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ। মায়ের দর্শন পেয়ে অভিভূত ভক্তরা।   

কোভিড বিধি মেনে শ্রী শ্রী সারদা মায়ের জন্ম তিথি উপলক্ষে (এarada Devi's Birth Anniversary) ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ। মায়ের দর্শন পেয়ে অভিভূত ভক্তরা।  ২৬শে ডিসেম্বর ২০২১, রবিবার,  সারদাদেবীর শুভ জন্মতিথির দিন বেলুড় মঠ ভক্তদের জন্য খোলা হল বেলুড় মঠ (Belur Math)। কয়েকদিন পূর্বেই আজকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রাখার কথা জানায় কর্তৃপক্ষ। রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকাল ৩.৩০টা থেকে ৫.০০টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে।

রবিবার সকাল থেকেই বেলুড় মঠের সামনে দর্শনার্থী ও ভক্তদের সেই পরিচিত লাইন। গেটের সামনে লাইন দিয়ে একে একে তারা মঠের ভেতরে প্রবেশ করে। গেটে দিয়ে ঢোকার মুখেই হাত স্যানিটাইজেশনের জন্য ব্যবস্থা রাখা হয়। মুখে মাস্ক ছাড়া মঠের ভেতরে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে। কোভিড বিধি মোতাবেক এই দিনে ভক্তগণ নিম্নলিখিত চারটি মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন বলেই বেলুড় মঠ কর্তৃপক্ষ তরফে জানানো হয়। বেলুড় মঠে স্থিত শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীশ্রীমা সারদাদেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির দর্শন করতে পারবেন তারা। ওই দিনে বেলুড় মঠের প্রধান মহারাজ এবং অন্যান্য মহারাজগণকেও  নির্দিষ্ট সময়ে ভক্তরা দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন। তবে করোনাকালে আগত ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বসিয়ে খিচুড়ি ভোগ বিতরণ বন্ধ থাকছে। তাই তার পরিবর্তে শুকনো প্রসাদ হিসাবে লাড্ডু বিতরণ করা হবে। লেকটাউনের বাসিন্দা অর্পিতা সাহা বলেন,' দীর্ঘ এক বছর পরে আসতে পেরে খুব ভালো লাগছে। মায়ের কাছে প্রার্থনা জানান সকলকে যেন মা রোগমুক্ত ও সুস্থ্য রাখেন। পাশাপাশি তিনি বলেন ,'আজকের দিনে এখানে এসে মাকে দর্শন করে খুব আনন্দ হচ্ছে।'

আরও পড়ুন, Christmas Celebration at Bow Barracks: বড়দিনের আমেজে জমজমাট বো ব্যারাক, সেলফিতে মাতল শহরবাসী

 অপর এক দর্শনার্থী শ্রাবনী চট্টোপাধ্যায় জানান, তিনি হুগলির মাহেশের বাসিন্দা। দীর্ঘ দুই বছর বাদে তিনি আজকে বেলুড় মঠে এলেন। আজকে মাকে দর্শন করে যে আনন্দ পেলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরো বলেন এর মধ্যে একবার তিনি এসেছিলেন কিন্তু মঠ বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেন নি। পাশাপাশি তিনি বলেন গোটা পৃথিবীকে এই অতিমারীর হাত থেকে রক্ষা করুন মা এবং তার সন্তানদের নিয়ে ভবিষৎ জীবন সুখে কাটুক এটুকুই প্রার্থনা জানিয়েছেন মাকে।প্রসঙ্গত এর আগে বেলুড় মঠ খোলা থাকলেও দুর্গাপূজার সময় বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। কুমারী পূজা ভক্ত ও দর্শনার্থীদের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখার ব্যবস্থাও করা হয়। আজকে তাই মঠ খোলা রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আগত ভক্ত ও দর্শনার্থীরাও।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী