রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

  •  বেড়েই চলেছে করোনায় মৃতের সংখ্যা
  •  বাংলায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে
  •  নিজেই এই কথা জানিয়েছে স্বাস্থ্য় মন্ত্রকের বুলেটিন
  • গত ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ১৫ জনের

আক্রান্তের সঙ্গে এবার বেড়েই চলেছে করোনায় সংক্রমণে মৃতের সংখ্যা। খোদ রাজ্য়  সরকারের পরিসংখ্যান বলছে, বাংলায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার নিজেই এই কথা জানিয়েছে স্বাস্থ্য় মন্ত্রকের বুলেটিন। সংখ্যা বলছে, গত ২৪ ঘন্টায় বাংলায় মৃত্যু হয়েছে ১৫ জনের৷ 

তবে রাজ্য় সরকার দাবি  করছে, মৃতের পাশাপাশি বেড়েছে সুস্থ হয়ে উঠার হারও৷ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১০ হাজারের বেশি৷ বৃহস্পতিবার,রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৮৮ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,১৯০ জন৷ যা শতাংশের হিসেবে ৬৫.১২ শতাংশ৷ 

Latest Videos

পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্য়ে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫,৬৪৮ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ৪৮৫২ জন৷ নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৬ ৷ বুলেটিনে বলা হয়েছে,গত ২৪ ঘণ্টায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতা থেকে রয়েছে  ৬ জন৷ উত্তর ২৪ পরগনার ২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়ার ১ জন৷ পশ্চিম মেদিনীপুরের ১ জন৷ উত্তর দিনাজপুরের ১ জন৷ দার্জিলিং এর ২ জন৷

রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, বাংলায় নতুন করে ৯,৪৯২ টি টেস্ট হয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২৫৮ জনের৷ প্রতি ১০ লক্ষে টেস্ট ৪৮৮১ জন৷ যা শতাংশের হিসেবে ৩.৫৬ শতাংশ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ রাজ্য়ে সব মিলিয়ে ৭৮ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন বেড তৈরি করা হয়েছে৷
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury