বাড়ছে সংক্রমণ, বাংলায় করোনা আক্রান্ত বেড়ে ১৭৮৬ , মৃত ৯৯

  • রাজ্য়ে বেড়েই চলেছে সংক্রমণের মাত্রা
  •  আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৬
  •  রাজ্যে করোনায় মৃত বেড়ে ৯৯
  •  গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের দেহে করোনা 

Asianet News Bangla | Published : May 9, 2020 11:53 AM IST

রাজ্য়ে বেড়েই চলেছে সংক্রমণের মাত্রা। শনিবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৬। রাজ্যে করোনায় মৃত বেড়ে ৯৯। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ১০৮ জনের দেহে  করোনা পাওয়া গিয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই খবর দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রাজ্য়ের পরিসংখ্য়ান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৯। শুক্রবার থেকেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। রাজ্য়ের বুলেটিন অনুযায়ী,এই মুহূর্তে ১২৪৩ জন করোনা আক্রান্ত বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিনপর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৭২ জন।

এদিনই ভিন রাজ্য়ে আটকে থাকা শ্রমিকদের নিয়ে রাজ্য় সরকারকে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব জানিয়েছন, লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি তীর্থযাত্রীদের ফেরাতেও রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। বৃন্দাবন, বারাণসী, মথুরা থেকে তীর্থযাত্রীদের ফেরাতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব। 

এবিষয়ে ইতিমধ্য়ে মমতা সরকারের বিরুদ্ধে এভিযোগ এনেছেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,একটি বিশেষ সম্প্রদায়ের তীর্থযাত্রীদের রাজ্য়ে  ফেরত আনা হলেও আটকে পড়া বহু শ্রমিকের বিষয়ে ভাবছে না সরকার।  

Share this article
click me!