অর্জুন চৌরাসিয়ার কাশীপুরের বাড়িতে সিট, তদন্তে সহযোগিতা না করার অভিযোগ

Published : May 10, 2022, 11:04 AM IST
অর্জুন চৌরাসিয়ার কাশীপুরের বাড়িতে সিট, তদন্তে সহযোগিতা না করার অভিযোগ

সংক্ষিপ্ত

 সিটের অভিযোগ অর্জুনের পরিবারে কোনও ভাবেই তাদের সাহায্য করছে না। এদিনও সিটের সদস্যরা কাশীপুরে অর্জুনের বাড়িতে যায়।

আজ কলকাতা হাইকোর্টে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানি হবে। ময়না তদন্তের রিপোর্ট পেশ করা হবে হাইকোর্টে। পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে যাবতীয় তথ্যে পেশ করতেও কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিওয়া হয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কাশীপুরের বিজেপি নেতা অর্জুন। শুক্রবার অমিত শাহের রাজ্য সফরের মধ্যেই কাশীপুর রেলের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। 

অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে প্রথম থেকেই উত্তাল হয়ে উঠেছিল রাজ্যরাজনীতি। বিজেপির অভিযোগ ছিল  অর্জুনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।  গেরুয়া শিবিরের অভিযোগের আঙুল ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। বিজেপি ও নিহত অর্জুন চৌরাসিয়ার পরিবার গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে।

এখনও পর্যন্ত অর্জুন চৌরাসিয়ার পরিবার ঘটনার সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে। তবে রাজ্যের গঠন করা বিশেষ তদন্ত দল সিটের হাতেই রয়েছে তদন্তের ভার। সিটের অভিযোগ অর্জুনের পরিবারে কোনও ভাবেই তাদের সাহায্য করছে না। এদিনও সিটের সদস্যরা কাশীপুরে অর্জুনের বাড়িতে যায়। তাঁরা কথা বলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে। অর্জুনের ল্যাপটপ ও মোবাইল ফোনের পাসওয়ার্ডও চেয়েছিল। সূত্রের খবর অর্জুনের পরিবার কোনও রকম সাহায্য করেনি। একই সঙ্গে এই তদন্তে সিট অর্জুনের দাদাকে একটি নোটিশও দিতে চেয়েছিল। কিন্তু সেই নোটিশ নিতে অস্বীকার করে পরিবার। জানিয়েছে, হাইকোর্টের তদন্তাধীন কোনও বিষয়ে নোটিশ তাঁরা গ্রহণ করবেন না। সিটের পক্ষ থেকে অর্জুনের মেইল আইডি ও পাসওয়ার্ডও চাওয়া হয়েছে। কিন্তু তাও পরিহার দেয়নি বলে অভিযোগ সিটের।

অর্জুনকে রেলের একটি পরিত্যক্ত অফিস থেকে যখন উদ্ধার করা হয়েছিল তখন তাঁর পকেট থেকে উদ্ধার করা হয়েছিল একটি মোবাইল ফোন। মোবাইল ফোনটি লক করা রয়েছে। কিন্তু কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা এখনও মোবাইল ফোনটি খোলেননি। ফোনটি থেকে তথ্য পাওয়ার জন্য তাঁরা পরিবারের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু কোনও রকম সহযোগিতা করতে অস্বীকার করেছে নিহতের পরিবার।  

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর