'কলকাতার পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নন',সল্টলেকের শ্লীলতাহানির ইস্যুতে বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি পাড়ি দেওয়ার পথে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
'কলকাতার পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নন',সল্টলেকের শ্লীলতাহানির ইস্যুতে (Salt lake molestation Issue ) বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি পাড়ি দেওয়ার পথে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh) । 'তৃণমূলের পার্টি অফিসে বস্তা বস্তা বোম পাওয়া যায়, এখন এটাই শিল্প', বলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ দিলীপের।
উল্লেখ্য, গোয়া থেকে ফিরে বুধবার ফুলবাগানের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'পৃথিবীর মধ্যে মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত জায়গা কলকাতা। আর মুখ্যমন্ত্রী এই কথাকেই নিশানা করে এদিন দিলীপ ঘোষ বলেন, কলকাতার পুলিশের কাছেই মহিলারা সুরক্ষিত নয়। আমরা জানি যে পুলিশের কাছে সহযোগিতা চাইতে গিয়েছিলেন সেই মহিলাকে শ্লীলতাহানি করেছে পুলিশ। কয়েকদিন আগেই রাজ্য শ্লীলতাহানির ঘটনায় ২ পুলিশকর্মী গ্রেফতার হয়েছেন। প্রসঙ্গত, ১০ ডিসেম্বর লজ্জাজনক ঘটনাটি ঘটে সল্টলেক এলাকায়। রাত প্রায় তখন ১ টা। অনেকরাত হয়ে যাওয়ায় রাস্তাঘাটও পুরো শুনশান।করুণাময়ী মোড় থেকে উল্টোডাঙা যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন আসানসোলের এক তরুণী। সেখান দিয়ে তখন যাচ্ছিলেন বিধাননগর ট্রাফিকের এএসআই সন্দীপ কুমার পাল এবং সিভিক ভলেন্টিয়ার অভিষেক মালাকার। পুলিশকে দেখে ভরসা পান আসানসোলের ওই তরুণী। লিফট চেয়ে ওঠেন তাঁদের বাইকে। এরপরেই বাইপাসের ধারে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ তোলে ওই তরুণী। এই ঘটনার পরেই মমতাকে নিশানা করে দিলীপ ঘোষ আরও বলেন, 'উনি বললে হবে না, সাধারণ মানুষ বললে তবেই সুরক্ষিত হবে। গায়ের জোরে মুখ বন্ধ করে দিয়ে যদি বলেন এখানে শান্তি চলছে আমার মনে হয় বেশি বলা হয়ে যাবে।'
এদিন কলকাতা বিমানবন্দরে দিলীপ ঘোষ বলেন, 'গ্রামে-গঞ্জে বোম বন্দুকের কারখানা চলছে। তৃণমূলের পার্টি অফিসে বস্তা বস্তা বোম পাওয়া যায়। আমার মনে হয় সেটাই এখন শিল্প হয়ে গিয়েছে। বাসে গাড়িতে করে চারিদিকে সাপ্লাই হচ্ছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা কোথায় পৌঁছেছে যে সমাজ বিরোধীরা কত বেপরোয়া হয়ে গিয়েছে। এসমস্ত ঘটনা থেকেই বোঝা যায়।' উল্লেখ্য, সম্প্রতি বর্ধমানে যাত্রীবাহী সরকারি বাস থেকে ২০ টি বোমা সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে। পানাগড় আর্মি ক্যাম্পের দিকে যাওয়া ওই বাসটিতে ওই দুষ্কৃতিটি উঠেছিল বলে খবর। তবে এই ঘটনার পরেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরদিকে মালদহ-বীরভূম, ভাটড়াপাড়া সহ একাধিক জায়গায় বিচ্ছিন্নভাবে বোমা উদ্ধারের খবর প্রকাশ্য়ে এসেছে। রাজনৈতিক মহলের অনুমান এরপরেই মমতার সরকারকে তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বাংলার দুর্গাপুজো বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে বুধবার । এনিয়েও তিনি একপ্রস্ত তোপ দেগেছেন। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কি দুর্গা পুজো শুরু করেছে পশ্চিমবাংলায়। এমন ভাব করছে যেন এয়ারপোর্ট ওরাই তৈরি করছে। স্বাধীনতা নিয়েছে। হাওড়ার ব্রিজ ওরা করেছে। যা ছিল ওটাকে নষ্ট করছে ওরা। দুর্গা পূজায় লোককে কেন কোর্টে যেতে হয় পারমিশানের জন্য। বিসর্জনের জন্য কেন কোর্টে যেতে হয় কত দুর্ভাগ্যের বিষয়। একটা বিশ্ব বিখ্যাত ঐতিহ্য ওরা রাজনৈতিক স্বার্থে, ভোটের কলুষিত করছে। এটা আমাদের গৌরবের যে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাতে পুজোর গরিমাটা বজায় থাকে দেখুক তৃণমূল।'