দল বিরোধী মন্তব্যের জেরে বিজেপির নজরে সব্যসাচী-রাজীব। দল বিরোধী বক্তব্য প্রকাশ্য়ে পেশ করা বা সামাজিক মাধ্যমে পোস্ট করা নেতা-নেত্রীদের বিরুদ্ধে এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য বিজেপি। শুরুটা সম্ভবত হতে চলেছে রাজীব বন্দ্য়োপাধ্যায় এবং সব্যসাচী দত্তকে দিয়েই।
আরও পড়ুন, 'রিসাইকেলিং হয়েই থাকে', বাংলার ৪ কেন্দ্রীয় মন্ত্রী হবার পর কাকে সান্ত্বনা দিলেন দিলীপ ঘোষ
উল্লেখ্য, দলের শৃঙ্কলা রক্ষা কমিটি ইতিমধ্যেই রাজীব বন্দ্য়োপাধ্যায় এবং সব্যসাচী দত্তকে শোকজ করেছে। কিন্তু সেই শোকজের জবাব তাঁরা এখনও দেননি। বিজেপি সূত্রের খবর, আর কিছুদিন অপেক্ষা করা হবে। তারপরই এই দুই নেতাকে বহিষ্কারের পথে হাঁটতে পারে বিজেপি। এদিকে সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাসরা ইতিমধ্যেই তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে আবেদন করেছেন। তাই তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়ে দলের সর্বস্তরে বার্তা দেওয়া হতে পারে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দল বিরোধী মন্তব্যের জেরে ১৫ দিনের মধ্য়েই কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, যারা যারা প্রকাশ্যে দল বিরোধী মন্তব্যে করছেন, তাঁরা সেটা ঠিক করছেন না। দল এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। খুব শীঘ্রই দল এই সকল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।'
আরও পড়ুন, 'বিরোধীদের কণ্ঠ রোধ করছে তৃণমূল সরকার', বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট BJP-র
অপরদিকে ইতিমধ্য়েই রাজীবের নাম না করেই তিনি আরও বলেছেন, 'কিছু লোক আছেন তারা ঠিক করতে পারছেন না কি করবেন কোথায় যাবেন। এটা তাদের সমস্যা। পার্টিতে এধরনের কোনও সমস্যা নেই। তিনি পার্টির কোনও পদাধিকারী নন।'