কড়া নজরে রাজীব-সব্যসাচী, দল বিরোধি বক্তব্যের জেরে 'বহিষ্কার' করবে কি BJP

  • দল বিরোধী মন্তব্যের জেরে নজরে সব্যসাচী-রাজীব 
  •  ইতিমধ্যেই দল রাজীব এবং সব্যসাচী শোকজ করেছে 
  • ' শীঘ্রই দল এই সকল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে'
  • 'ঠিক করেননি',   কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ 


দল বিরোধী মন্তব্যের জেরে বিজেপির নজরে সব্যসাচী-রাজীব। দল বিরোধী বক্তব্য প্রকাশ্য়ে পেশ করা বা সামাজিক মাধ্যমে পোস্ট করা নেতা-নেত্রীদের বিরুদ্ধে এবার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য বিজেপি। শুরুটা সম্ভবত হতে চলেছে রাজীব বন্দ্য়োপাধ্যায় এবং সব্যসাচী দত্তকে দিয়েই। 

আরও পড়ুন, 'রিসাইকেলিং হয়েই থাকে', বাংলার ৪ কেন্দ্রীয় মন্ত্রী হবার পর কাকে সান্ত্বনা দিলেন দিলীপ ঘোষ

Latest Videos

উল্লেখ্য, দলের শৃঙ্কলা রক্ষা কমিটি ইতিমধ্যেই  রাজীব বন্দ্য়োপাধ্যায় এবং সব্যসাচী দত্তকে শোকজ করেছে। কিন্তু সেই শোকজের জবাব তাঁরা এখনও দেননি। বিজেপি সূত্রের খবর, আর কিছুদিন অপেক্ষা করা হবে। তারপরই এই দুই নেতাকে বহিষ্কারের পথে হাঁটতে পারে বিজেপি। এদিকে সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাসরা ইতিমধ্যেই তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে আবেদন করেছেন। তাই তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়ে দলের সর্বস্তরে বার্তা দেওয়া হতে পারে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দল বিরোধী মন্তব্যের জেরে ১৫ দিনের মধ্য়েই কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, যারা যারা প্রকাশ্যে দল বিরোধী মন্তব্যে করছেন, তাঁরা সেটা ঠিক করছেন না। দল এবার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। খুব শীঘ্রই দল এই সকল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।'

আরও পড়ুন, 'বিরোধীদের কণ্ঠ রোধ করছে তৃণমূল সরকার', বিধানসভায় বিএ কমিটির বৈঠক বয়কট BJP-র

অপরদিকে ইতিমধ্য়েই রাজীবের নাম না করেই তিনি আরও বলেছেন, 'কিছু লোক আছেন তারা ঠিক করতে পারছেন না কি করবেন কোথায় যাবেন। এটা তাদের সমস্যা। পার্টিতে এধরনের কোনও সমস্যা নেই। তিনি পার্টির কোনও পদাধিকারী নন।' 
 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury