কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

  • ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে
  • বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে    
  • বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে
  •  শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে 
     

Asianet News Bangla | Published : Jul 9, 2021 4:02 AM IST


কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ। আবহবাওয়া দফতর সূত্রে খবর, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায়।   জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।  শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। 

আরও পড়ুন, বামশূন্য বিধানসভায় জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিন পালন, শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়করা

হাওয়া অফিস জানিয়েছে,  ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ারে। দক্ষিণে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলায়। অতিভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দু-এক হালকা মাঝারী পশলা বৃষ্টির পূর্বাভাস। উল্লেখ্য, উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার , গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গেছে। উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে ঝাড়খন্ড ওড়িশার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। 

আরও পড়ুন, বামশূন্য বিধানসভায় জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিন পালন, শ্রদ্ধা জানালেন তৃণমূল বিধায়করা

আবহাওয়া দফতর সূত্রে খবর,   দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনায় বেশি থাকবে।  শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩০.৭  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.০  ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭  শতাংশ এবং সর্বনিম্ন  ৮৩  শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৫. ৬ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭  শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 
 

Share this article
click me!