Buddhadeb refused Padma Bhushan : পদ্মভূষণ সম্মান প্রত্যাখান বুদ্ধদেবের

Published : Jan 25, 2022, 09:50 PM ISTUpdated : Jan 25, 2022, 10:28 PM IST
Buddhadeb refused Padma Bhushan : পদ্মভূষণ সম্মান প্রত্যাখান বুদ্ধদেবের

সংক্ষিপ্ত

পদ্মভূষণ সম্মান প্রত্যাখান বুদ্ধদেব ভট্টাচার্যের। এই বিষয়ে বিবৃতি দিয়ে সম্মান প্রত্যাখানের কথা জানিয়েছেন তিনি। 

পদ্মভূষণ সম্মান (Padma Bhushan honor) ফিরিয়ে দিচ্ছেন (refused to take) বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।

এর আগে জানা যায় এবছর পদ্মভূষণ সম্মান (Padma Bhushan) পাচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Bengal Chief Minister) বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবছরের পদ্মপ্রাপকদের নামের তালিকা। মোট ১২৮ জন এই বছর পদ্মপুরস্কার পাবেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের হাত থেকে। তালিকায় রয়েছে ৮জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ এবং ১০৭টি পদ্মশ্রী প্রাপকের নাম। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩৪ জন নারী রয়েছেন। এছাড়াও বিদেশী, প্রবাসী ভারতীয়, পিআইও, ওসিআই বিভাগের ১০ জন ব্যক্তি এবং ১৩ জন মরণোত্তর বিভাগ অন্তর্ভুক্ত পুরস্কারপ্রাপ্ত। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পদ্ম পুরস্কারের যে তালিকা প্রকাশ করা হয়, সেখানেই রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। বুদ্ধদেব ভট্টাচার্যের পাশাপাশি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও পাচ্ছেন পদ্মভূষণ স্বীকৃতি। তবে তালিকায় শুধু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে তা নয়, বাংলা থেকে আরও চারজনের নাম রয়েছে পদ্ম তালিকায়। 

তবে পদ্মভূষণ নন, তাঁরা পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। এঁরা হলেন, শিল্প ক্ষেত্রের শ্রী কাজি সিং, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রের শ্রী কালীপদ সরেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের শ্রীমতি সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং  ব্যবসা ক্ষেত্রের শ্রী প্রহ্লাদ রাই আগরওয়াল। সঙ্গীতশিল্পী রাশিদ খানেরও নাম রয়েছে তালিকায়। তবে উত্তরপ্রদেশ থেকে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?