শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে উত্তাল হওয়ার আশঙ্কা

  • রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন
  • শুক্রবার থেকে শুরু অধিবেশন
  • ভুয়ো ভ্যাকসিন কান্ডে উত্তাল হওয়ার সম্ভাবনা
  • রাজ্যপালের ভূমিকার দিকে নজর

শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এবারের অধিবেশন উত্তাল হতে পারে সাম্প্রতিক চলা ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে। সূত্রের খবর, বিধানসভায় প্রথম থেকেই নতুন সরকারকে চাপে ফেলতে চাইছে বিজেপি। তাই এবার কসবার  ভ্যাকসিন কেলেঙ্কারি ইস্যু নিয়ে নিশানা করতে পারে গেরুয়া শিবির।

উল্লেখ্য, ২ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশন। সেই অধিবেশনের কর্মপন্থা নিয়ে আলোচনার জন্য আগে সর্বদল বৈঠকের ডাক দেয় সরকার। সূত্রের খবর, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যেভাবে উত্তাল রাজ্য, সেই ইস্যু নিয়ে নিশানা করতে পারে বিজেপি। যার দরুণ প্রথম দিন থেকেই সরগরম হওয়ার সম্ভাবনা বিধানসভা,  আশঙ্কা রাজনৈতিক মহলের।

Latest Videos

সূত্রের খবর, এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকায় নজর থাকতে চলেছে। প্রথা মাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আরেকটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  রাজ্যপাল নিজের ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দিতে পারেন, এমন আশঙ্কার কথাও উল্লেখ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রধান অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক দলের শীর্ষ নেতা মন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে। উঠে এসেছে ফলক ইস্যু। এহেন পরিস্থিতি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রীর কাছে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির শীর্ষ নের্তৃত্ব।  দিলীপ ঘোষ  বলেছেন, কলকাতায় ভ্য়াকসিনকাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে। সবাই চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গেলে একটা তদন্ত কমিশন গড়ে দায় সারা হচ্ছে। এই ঘটনায় তো কলকাতা পুরসভাও জড়িত। অথচ এখন নেতারা বলছেন চিনি না। রাজ্য চাইলে এই ঘটনার তদন্ত সিবিআই-কে দিয়ে করাতে পারত।। কিন্তু তা তারা করাচ্ছে না। কারণ তাঁধের নেতারাই জড়িত।'  আর এবার এই ইস্যুতেই তৃণমূলের সরকারকে কুপোকাৎ করতে চায় গেরুয়া শিবির।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today