বাসের জানলা সিটে বসে কাটা গেল হাত! আতঙ্ক এলাকা জুড়ে

swaralipi dasgupta |  
Published : Jul 25, 2019, 12:40 PM ISTUpdated : Jul 25, 2019, 04:12 PM IST
বাসের জানলা সিটে বসে কাটা গেল হাত! আতঙ্ক এলাকা জুড়ে

সংক্ষিপ্ত

বাস থেকে হাত বের করে রাখার  খেসারত সাত সকালেই বাস যাত্রীর হাত কেটে পড়ে গেল রাস্তায় ঘটনা টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দির এলাকার। 

বাস থেকে হাত বের করে রাখার  খেসারত সাত সকালেই। বাস যাত্রীর হাত কেটে পড়ে গেল রাস্তায়। 
ঘটনা টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দির এলাকার। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের সামনে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ। আহত ব্যক্তির বয়স ৪৫।  জানা গিয়েছে ওই ব্যক্তি হরিদেবপুর থেকে ৪০ এ বাসে উঠেছিলেন। তিনি যাচ্ছিলেন টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে।

বাসের অন্যান্য যাত্রীদের থেকে জানা যাচ্ছে, বাসের বাঁদিকের জানলার সিটে হাত বের করে বসেছিলেন তিনি। হাতের বেশ কিছুটা অংশ জানলা থেকে বেরিয়ে ছিল তাঁর।  তখনই রাস্তার একেবারে  পাশের একটি নির্মীয়মান বাড়ির পিলারে সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির হাত। সঙ্গে সঙ্গে হাত খুলে রাস্তার মধ্যে ছিটকে পড়ে। ওই ব্যক্তিও অচৈতন্য হয়ে যান। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে মেট্রোয় হাত আটকে গিয়ে মৃত্যু হয় বৃদ্ধ সজল কাঞ্জিলালের। সেই ঘটনার আতঙ্ক থেকেই এখনও বেরোতে পারেনি শহরের মানুষ। এই বাস দুর্ঘটনাতেও আতঙ্ক ছড়ায় এলাকায়। বাসে জানলার ধারে হাত বের করে বসা অনেকেরই অভ্যেস। কিন্তু এর থেকে যে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে তা আজকের এই ঘটনাই প্রমাণ। 
 

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ