নাগরিকত্ব আইনের প্রতিবাদ, ১১ কিমি মানবশৃঙ্খল কলকাতায়

  • ১১ কিলোমিটার মানবশৃঙ্খলের সাক্ষী থাকল কলকাতা
  • রবিবার সিএএ, এনআরসি ও এনপিআর-এর প্রতিবাদে এই দীর্ঘ লাইন
  • গোলপার্ক থেকে  শ্যামবাজার পর্যন্ত চলে এই প্রতিবাদের মিছিল
  • সাধারণতন্ত্র দিবসে প্রতিবাদের অভিনব আদল দেখল শহরবাসী

Asianet News Bangla | Published : Jan 26, 2020 3:43 PM IST

সাধারণতন্ত্র দিবসে ১১ কিলোমিটার মানবশৃঙ্খলের সাক্ষী থাকল কলকাতা। রবিবার সিএএ, এনআরসি ও এনপিআর-এর প্রতিবাদে এই দীর্ঘ লাইন তৈরি করেন প্রতিবাদীরা। গোলপার্ক থেকে  শ্যামবাজার পর্যন্ত চলে মিছিল। 

জলে, স্থলে প্রতিবাদ হয়েছে আগেই। এবার হাতে হাত রেখে মানবশৃঙ্খল গড়ে নাগরিকত্ব  আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাল কলকাতা। গোলপার্ক  থেকে শুরু হয়ে এই শৃঙ্খলে আবদ্ধ হলেন বহু মানুষ। মিছিলের  একটা  বড় অংশ জুড়ে দেখা যায় মুসলিম মহিলাদের। এদের সবার মুখেই ছিল এক স্লোগান- এ দেশ  মাঙ্গে আজাদি। ২৬ জানুয়ারি  সাধারণতন্ত্র দিবসকে কেন্দ্র করে এদিন  সকাল থেকেই সবার নজর কাড়তে ব্য়স্ত ছিল রাজনৈতিক দলগুলি। 

Latest Videos

সিএএ নিয়ে বিভিন্ন  জায়গায় প্রতিবাদ সভা করতে দেখা যায় বামেদের। পতাকা তুলে পাল্টা নাগরিকত্ব আইন বিরোধী মিছিল করে কংগ্রেস। পিছিয়ে থাকেনি তৃণমূলও। সেখান থেকে  দাঁড়িয়ে ভিন্ন ধরনের  প্রতিবাদ দেখল কলকাতা। এর আগে পার্ক সার্কাসে সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন মুসলিম মহিলারা। বহদিন  কেটে গেলেও ধর্না  তোলেননি  তাঁরা। পার্ক সার্কাসের এই আন্দোলনকে শাহিনবাগের সঙ্গে তুলনা করা হয়েছে। খোদ আন্দোলনে উপস্থিত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের নেতা পি  চিদম্বরম।   

Share this article
click me!

Latest Videos

সন্দেশখালির মহিলাদের স্বভাব ও চরিত্র নিয়ে 'অপমান'! পাল্টা BJP-র অর্চনা | Firhad Hakim on Rekha Patra
ফোন চুরি যেতেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৫ লক্ষ টাকা, পুলিশকে জানিয়েও হয়নি সুরাহা
রেখা পাত্র ও নরেন্দ্র মোদীকে কু-মন্তব্য ফিরহাদ হাকিমের, গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী
‘অভিষেকের তো তর সইছে না মুখ্যমন্ত্রী হওয়ার! বিস্ফোরক সুকান্ত! দেখুন | Sukanta Majumdar BJP
'বাংলাদেশ থেকে দুষ্ক্রীতদের এনে ভোট লুঠের চেষ্টা করবে' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh on TMC | BJP