মধ্যরাতেই শহরে হানা ফণী-র, বন্ধ হল ট্রেন চলাচল

  • ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে বন্ধ করা হল লোকাল ট্রেন পরিষেবা
  • বাতিল হল আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন

Jayita Chandra | Published : May 3, 2019 7:19 PM IST

ফণী-র দাপট কতটা প্রভাব ফেলবে শহরে সকলের চোখে মুখে এখন এই একটাই প্রশ্ন। রাত যতই বাড়ছে, ততই পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘন্টার নানান রকম পদক্ষেপ নিয়েছে প্রশাসন যার জেরে সুরক্ষা বৃদ্ধি হলেও বেজায় বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার থেকেই বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়, যার সংখ্যা ক্রমেই বেড়ে দাঁড়ায় ২৩৩টি। এখানেই শেষ নয় ভোগান্তির, শুক্রবার সন্ধে থেকেই একের পর এক ট্রেনের রুট বন্ধ হতে থাকে। ফলেই নিত্যযাত্রীদের মাথায় হাত। পরিস্থিতি সামাল দিতে রেলের পক্ষ থেকে বেশকয়েকটি স্পেশাল ট্রেনের ব্যাবস্থা করা হয়। তবে বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকায় এবার যোগ দিল লোকালও। রাত ১২টা থেকে শনিবার ভোর ৬টা অবধি বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবাও, জানালেন রেল কর্তৃপক্ষ।

বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকাঃ

বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকায় যোগ দিলঃ

বিপর্যয় এড়াতে স্টেশনই আশ্রয় নিয়েছেন বেশকিছু সংখ্যক যাত্রী। শনিবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হলে নিরাপদেই ফিরবেন বাড়ি। রেলের তরফ থেকে চালু করা হয়েছে রেসপন্সটিমও। সারাক্ষণ খোলা থাকছে আপদকালীন যোগাযোগ ব্যাবস্থা।

Share this article
click me!