রাজীব কুমারকে হাতে পাওয়া যায়নি। কিন্তু বসে নেই সিবিআই। প্রাক্তন বিধাননগর পুলিশ কমিশনার রাজীব কুমার ও গোয়েন্দাপ্রধান অর্নব ঘোষের কাজের ফিরিস্তি জানতে ইলেক্ট্রনিক কম্পলেক্স থানার আধিকারিক তথা সারদা মামলার প্রথম আইওকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা শুরু করেছেন প্রভাকর নাথকে। এর আগেও হাজিরার জন্যে তলব করা হয়েছিল তাঁকে। তিনি এড়িয়ে গিয়েছিলেন সেই ডাক। এবার সশরীরে সিবিআই-এর সামনে হাজিরা দিলেন এই পুলিশ কর্তা।
প্রসঙ্গত সিটের সদস্য দিলীপ হাজরাককে তলব করেছে সিবিআই। তারও দেখা মেলেনি।
এদিকে লুক আউট নোটিশ জারি হওয়ার পরেও অধরা রয়েছেন রাজীব কুমার। বারবার নোটিশ পাঠিয়েও সুরাহা হয়নি। সিআডি মারফত রাজীবকুমার জানিয়ে দিয়েছেন, তিনি সাতদিন সময় চান ব্যক্তিগত কারণে। রাজীবকে ধরতে নাকাল সিবিআই আরও মরিয়া হয়েছে রাজীবেরই গাফিলতির কারণে। রাজীবকে আর সময় দিতে নারাজ তাঁরা।
এদিন প্রভাকরের মুখোমুখি হয়ে সিবিআই কর্তারা জানতে চায়, রাজীব কুমার ঠিক কী কী নির্দেশিকা দিয়েছিলেন সারদা তদন্তের অগ্রগতির জন্যে। একই সঙ্গে খোঁজ করা হবে, সারদা কাণ্ডে লোপাট হওয়া নথির কোনও সূত্র মেলে কিনা সে ব্যাপারেও।