ভরা বিকেলে পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় আগুন, এলাকায় দমকল বাহিনী

swaralipi dasgupta |  
Published : May 27, 2019, 07:09 PM ISTUpdated : May 27, 2019, 07:11 PM IST
ভরা বিকেলে পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় আগুন, এলাকায় দমকল বাহিনী

সংক্ষিপ্ত

ভরা বিকেলে হঠাৎই পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁয় আগুন লেগে গেল। বিকেল ৫টা ৪৫  মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা যায়।   

ভরা বিকেলে হঠাৎই পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁয় আগুন লেগে গেল। বিকেল ৫টা ৪৫  মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা যায়। 

স্থানীয় লোকজনের থেকে জানা যায়, আগুন লাগার আগে খুব জোরে সিলিন্ডার ফাটার আওয়াজ হয়। তাই সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। অধিক পরিমাণে ধোঁয়া ও আগুন নিয়ন্ত্রণে আনে দমরল বাহিনী। যদিও কোনও রকমের হতাহতের খবর পাওয়া যায়নি।  রেস্তোরায় অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 

পার্কস্ট্রিটের আজকের এই ঘটনা এলাকাবাসীদের অনেককেই স্টিফেন কোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছে। ২০১০ সালে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছিল ৪৩ জনের। কারও আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল। কেউ আবার আগুন থেকে বাঁচতে উপর থেকে ঝাঁপ দিয়েছিলেন। শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল।

সম্প্রতি সুরাটেও ভয়াবগ অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে দেশ বাসী। সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয় পড়ুয়ারা-সহ মোট ২০ জনের। এই বিভিষীকা কাটতে কাটতেই পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় আগুনের ঘটনা রীতিমতো আতঙ্কে ফেলে দেয় শহরবাসীকে। 
 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর