সিবিআই-এর আতস কাঁচের এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Published : Sep 20, 2022, 03:57 PM IST
সিবিআই-এর আতস কাঁচের এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সংক্ষিপ্ত

মঙ্গলবার দুপুরে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তোলা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। এদিনই সুবীরেশকে হেফাজতে চেয়ে আবেদন জানায় সিবিআই। তাঁদের যুক্তি, তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে যখন সেই সময় বেশ অনেক দিনই এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য।

এবার সিবিআই-এর নজরে এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। বড় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এখনকার উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সুবীরেশ ভট্টাচার্যকে ১০ দিনের জন্য হেফাজতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের যুক্তি ষড়যন্ত্রের খোঁজ দিতে পারে সুবীরেশ ভট্টাচার্য। তাই তাঁকে হেফাজতে নেওয়া গুরুত্বপূর্ণ। সিবিআই-এর এই আবেদনে এখনও কোনও রায়দান করেনি আদালত। 

মঙ্গলবার দুপুরে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তোলা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। এদিনই সুবীরেশকে হেফাজতে চেয়ে আবেদন জানায় সিবিআই। তাঁদের যুক্তি, তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে যখন সেই সময় বেশ অনেক দিনই এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। চেয়ারম্যান থাকাকালীন সময় নিয়োগ সংক্রান্ত বিষয়ে সদুত্তর দিতে পারছেন না সুবীরেশ? প্রশ্নের উত্তর পেতেই সুবীরেশকে হেফাজতে নেওয়া দরকার বলেও আদালতকে জানান সিবিআই-এর আইনজীবী। অন্যদিকে সুবীরেশের আইনজীবীর পালটা অভিযোগ নিয়োগ দুর্নীতিতে বড় মাথাদের বাঁচাতে বলি দেওয়া হচ্ছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতিকাণ্ডে সুবীরেশের বাঁশদ্রোনীর ফ্ল্যাটে তল্লাসি চালিয়ে সিল করে দিয়েছিল সিবিআই। সেই সময়ই ফ্ল্যাটবাড়ির ছাদে বসে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন তাঁর আমলে দুর্নীতি হয়নি। পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে। সেই বাশদ্রোণীর ফ্ল্যাট থেকেই গ্রেফতার করা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। 

বর্তমাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। কিন্তু ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি ছিলেন এসএসসির চেয়ারনম্যান। তাঁর আমলেও স্কুল শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। সিবিআই সূত্রের খবর এদিন বেশ কয়েক ঘণ্টা তল্লাশির চালানোর পর সুবীরেশকে জেরা করা হয়। তারপরই গ্রেফতার করা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। সূত্রের খবর বক্তব্যে অসঙ্গতি থাকার জন্যই গ্রেফতার করা হয়েছে সুরীবেশকে। সিবিআই সূত্রের খবর  প্রাক্তন চেয়ারম্যানকে নিজেদের হেফাজতে নিতে চায়। তারপর এসএসসি-কাণ্ডে ধৃত বাকিদের মুখোমুখি বসিয়ে দেরা করা হতে পারে সুবীরেশকে।  

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর