কেন্দ্র বকেয়া টাকা দিলে তিন বছর জ্বালানি তেলে কর ছাড়, কুণালের চ্যালেঞ্জ কেন্দ্রকে

কুণাল ঘোষ বলেন পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো রয়েছে তার তুলনায় প্রায় ২৫ শতাংশে পেট্রোলে আর ৭৫ শতাংশ বেশি কর ডিজেলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রধানমন্ত্রী এজাতীয় মন্তব্য করছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জ্বালানি তেল ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের পক্ষ  টার্গেট করা হয়েছে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন্দ্র সরকার রাজ্যের পাওনা টাকা দেয়না বলে অভিযোগ করার পাশাপাশি তৃণমূলের মুখপাত্র বলেছেন কর্পোরেট সংস্থাগুলিতে জ্বাালনি তেল নিয়ে মুনাফা লাভের রাস্তা তৈরি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর তার জন্য সমস্যায় পড়তে হয়েছে দেশের সাধারণ মানুষকে। 

রাজ্যের বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরে সুর মিলিয়েই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কেন্দ্র যদি রাজ্যের বকেয়া ৯৮ হাজার কোটি টাকা দিয়ে দেয় তাহলে রাজ্য সরকার আগামী তিন বছর পেট্রোল আর ডিজেলের ওপর থেকে কোনও কর আদায় করবে না। তিনি আরও বলেছেন বিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রাপ্য টাকা মিটিয়ে দিচ্ছে কেন্দ্র। কিন্তু অ-বিজেপি রাজ্যগুলির ক্ষেত্রে টাকা আটকে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিন সাংবাদিক সম্মেলনে বসে কুণাল ঘোষ জানিয়ে দেন আগামী ৩০ এপ্রিল তৃণমূল কংগ্রেস দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করবে। 

Latest Videos

কুণাল ঘোষ বলেন পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো রয়েছে তার তুলনায় প্রায় ২৫ শতাংশে পেট্রোলে আর ৭৫ শতাংশ বেশি কর ডিজেলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রধানমন্ত্রী এজাতীয় মন্তব্য করছেন।  কুণাল ঘোষের কথায় পশ্চিমবঙ্গের তুলনায়  জ্বালানি তেলের দামের তেমন কোনও হেরফের নিয়ে বিহার , উত্তর প্রদেশের মত রাজ্যগুলিতে। তিনি মনে করিয়ে দেয় আগেই রাজ্যসরকার লিটার প্রতি এক টাকা করে কর ছাড় দিয়েছে। 

কুণাল ঘোষের অভিযোগ পেট্রোল ডিজেলের দাম নিয়ে যেখানে রাজ্যসরকারকে টার্গেট করা হচ্ছে সেখানে দেশের বড় বড় কর্পোরেট সংস্থাগুলিকে কর ছাড়া দিচ্ছে কেন্দ্র। তিনি বলেন প্রায় ১,৭০,০০০ কোটি টাকার মত কর ছাড়া দেওয়া হয়েছে। 

কুণাল ঘোষ এদিন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, তৃণমূল কংগ্রেস মনে করে, অবিলম্বে, পেট্রোল ডিজেল, ওষুধ আর রান্নার গ্যাসের দাম কমানো উচিৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের বৈঠকে একতরফাভাবে কথা বলে গেছেন। অন্য কাউকে কোনও কথা বলার সুযোগ দেননি বলেও তিনি অভিযোগ করেন। 

এদিন কংগ্রেসও টার্গেট করে কেন্দ্রকে। রণদীপ সুরজেওয়ালা  বলেছেন পেট্রোল আর ডিজেলের করের ওপর থেকে কেন্দ্রীয় সরকার ২৭ লক্ষ কোটি টাকা আয় করেছে। অবিলম্বে সেই হিসেব দিতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে আপাতত সমালোচনা না করে বিভ্রান্তি না ছড়িয়ে মিথ্যা কথা না বলেন সংগৃহীত করের টাকার হিসেব দিতে বলেছেন। 

রাহুল গান্ধীর জন্যই কি পিছিয়ে গেলেন প্রশান্ত কিশোর? কংগ্রেসে যোগদানে বাধা নিয়ে উঠছে প্রশ্ন

হিন্দি ভাষা নিয়ে অজয় দেবগনের খোঁচা, একদম নরম সুরেই উত্তর দিলেন KGF অভিনেতা

Fuel Price Issue: মোদী রাজনীতি করছেন বলে সরব বিরোধীরা, পাল্টা তোপ বিজেপির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari