মনীশ শুক্ল খুনের ঘটনায় তদন্ত শুরু,সিসিটিভি ফুটেজ দেখে ওষুধের দোকানে সিআইডি

Published : Oct 07, 2020, 04:38 PM IST
মনীশ শুক্ল খুনের ঘটনায় তদন্ত শুরু,সিসিটিভি ফুটেজ দেখে ওষুধের দোকানে সিআইডি

সংক্ষিপ্ত

  মনীশ শুক্ল খুনের ঘটনার  সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত   দোকানের মালিককে প্রশ্ন সিআইডি তদন্তকারী দলের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জিজ্ঞাসাবাদ করতে ঘটনাস্থলে দল   

মনীশ শুক্ল খুনের ঘটনার সময় ঘটনাস্থলে পাশেই একটি ওষুধের দোকানের থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছিল। সেই দোকানের মালিককে আজ সিআইডি তদন্তকারী দল ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জিজ্ঞাসাবাদ করতে ঘটনাস্থলে আসে। 

এদিকে , টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই মহম্মদ খুররম ও গোলাম শেখ নামে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি।তাদের ব্যারাকপুর আদালত থেকে গতকালই ১৪ দিনের পুলিশ হেফাজত নিয়েছে সিআইডি। পুলিশ হেফাজত নিয়েই মনীশ শুক্ল খুনের ঘটনার তদন্ত করতে আজ সকালে ব্যারাকপুর সদর বাজারে আসে সিআইডি-র আধিকারিকরা।

সেদিন খুনের ঘটনায় ঠিক কী হয়েছে, তা জানতে ধৃত মহম্মদ খুররমকে নিয়ে বের হলো তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের খোঁজেই ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে সিআইডি। শেষ পর্যন্ত এই ঘটনার তদন্তে আরও কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।

PREV
click me!

Recommended Stories

Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী