মনীশ শুক্ল খুনের ঘটনার সময় ঘটনাস্থলে পাশেই একটি ওষুধের দোকানের থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছিল। সেই দোকানের মালিককে আজ সিআইডি তদন্তকারী দল ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জিজ্ঞাসাবাদ করতে ঘটনাস্থলে আসে।
এদিকে , টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই মহম্মদ খুররম ও গোলাম শেখ নামে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি।তাদের ব্যারাকপুর আদালত থেকে গতকালই ১৪ দিনের পুলিশ হেফাজত নিয়েছে সিআইডি। পুলিশ হেফাজত নিয়েই মনীশ শুক্ল খুনের ঘটনার তদন্ত করতে আজ সকালে ব্যারাকপুর সদর বাজারে আসে সিআইডি-র আধিকারিকরা।
সেদিন খুনের ঘটনায় ঠিক কী হয়েছে, তা জানতে ধৃত মহম্মদ খুররমকে নিয়ে বের হলো তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের খোঁজেই ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে সিআইডি। শেষ পর্যন্ত এই ঘটনার তদন্তে আরও কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।