'প্রত্য়েককে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে', বাগবাজারে 'খাদ্য-বস্ত্র-আশ্রয়ের' আশ্বাস মমতার

  • বাগবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড
  • আগুনে ভস্মীভূত পুরো হাজারি বস্তি
  •  গৃহহারা হয়ে পড়েছেন অসংখ্য মানুষ 
  • 'খাদ্য-বস্ত্র-আশ্রয়ের' আশ্বাস মমতার

Ritam Talukder | Published : Jan 14, 2021 7:02 AM IST / Updated: Jan 14 2021, 12:33 PM IST

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্থ বাগবাজারের হাজারি বস্তি। ইতিমধ্য়েই ওই এলাকায় পৌছে গিয়েছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ক্ষতিগ্রস্ত ওই এলাকার পাশে রয়েছে রাজ্য সরকার, বলে জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, যে সেই অবস্থায় আগে ছিলেন, তাকে সেই অবস্থাই ফিরিয়ে দেওয়া হবে। যত দিন না পর্যন্ত ওই এলাকা স্বাভাবিক হয়, ততদিন দায়িত্ব রাজ্য সরকারের। প্রতিদিন চাল, ডাল, তেল, দুধ সহ ইত্যাদি খাদ্যদ্রব্য়ের যোগানের পাশপাশি পোশাক-চাদর দেবে রাজ্য সরকার। চিন্তার কোনও কারণ নেই, ভয় পাওয়ার কোনও কারণ নেই।' সূত্রের খবর, ৬ টা ৪৫ মিনিট নাগাদ সেখানে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। সারদা মায়ের বাড়িরও এক অংশে আগুন লাগে বলে জানা গিয়েছে। আশপাশের বহুতলেও ছড়িয়ে পড়ে আগুন। যার প্রভাব পড়ে যান চলাচলেও। যার জেরে গৃহহারা হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। 


অপরদিকে,  সেখানকারই পরিস্থিতি পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত ৪ টি কমিউনিটি হল এবং বাগবাজার উওম্যান্স কলেজে থাকার ব্য়বস্থা করা হয়েছে। খাওয়ার ব্যবস্থা করবে কলকাতা পুরসভা, এমনটাই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

Share this article
click me!