ফের বসছে দুয়ারে সরকার ক্যাম্প, আজই বৈঠকে মুখ্যমন্ত্রী

Published : Apr 27, 2022, 11:41 AM ISTUpdated : Apr 27, 2022, 06:27 PM IST
 ফের বসছে দুয়ারে সরকার ক্যাম্প, আজই বৈঠকে মুখ্যমন্ত্রী

সংক্ষিপ্ত

মে মাসে ফের বসছে দুয়ারে সরকার ক্যাম্প। চলবে পাড়ায় সমাধান কর্মসূচিও। তবে মে মাসে দুয়ারে সরকার ক্যাম্পের প্রাক্কালে দুইটি সরকারি প্রকল্পের প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে জরুরী বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।  

মে মাসে ফের বসছে দুয়ারে সরকার ক্যাম্প। চলবে পাড়ায় সমাধান কর্মসূচিও। তবে মে মাসে দুয়ারে সরকার ক্যাম্পের প্রাক্কালে দুইটি সরকারি প্রকল্পের প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে জরুরী বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অনাবৃষ্টি জন্য রাজ্যে কার্যত দাবদাহ চলছে। নবান্ন সূত্রের খবর, এই পরিস্থিতিতে রাজ্যে কীভাবে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় সাধন করে কীভাবে সরকারি ক্যাম্প গড়ে তোলা যায়, এনিয়ে মুখ্যসচিব থেকে বিডিও পর্যায়ের আধিকারিকদের সঙ্গে এদিনের বৈঠক হবে।

প্রসঙ্গত দুই বছর আগে এই দাবদাহের কারণেই স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছিলেন। এবছরও মুখ্যমন্ত্রী তেমনই কিছু ঘোষণা করতে পারেন বলে ইঙ্গিত রয়েছে। আলোচনা হতে পারে কয়েকটি জেলা আধিকারিকদের সঙ্গে, নতুন করে মাথা চাড়া দেওয়া মাওবাদী সমস্যা নিয়ে। তবে এদিনের মূল ইস্যু বৈঠকে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান। সমাজের স্বার্থেই এই দুই প্রকল্প চলবে। সামাজিক সুরক্ষাকে আরও জোরদার করাই মূল লক্ষ্য।

আরও পড়ুন, দুর্ঘটনার মুখোমুখি অনুব্রত-র দেহরক্ষীর গাড়ি, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু

এদিনের বৈঠকে থাকবেন বিভিন্ন বিভাগের সচিবরা। পাশাপাশি জেলা শাসক, পুলিশ সুপার থেকে বিডিও পর্যায়ের আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।এদিন বিকেল তিনটের সময় হবে এই বৈঠক। জানা গিয়েছে ৫ মে থেকে ৫ জুন অবধি চলবে দুয়ারে সরকার কর্মসূচি।নবান্ন সূত্রে খবর, রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে।  ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।

আরও পড়ুন, তীব্র দাবদাহে ছাত্রীর মৃত্যু, আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহ নিয়ে খুব সতর্ক থাকুন, ঝড়-বৃষ্টি কী বার্তা

আরও পড়ুন, অটোয় নাবালিকার গোপানাঙ্গে স্পর্শ, মানিকতলায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার খোদ পুলিশই

সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুরষ্কৃত হয়েছে বাংলার দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্প বাস্তাবায়নের পিছনে বহু সরকারী কর্মীর অবদান রয়েছে। বৈঠকে সেই পরিশ্রমকে মুখ্যমন্ত্রী কুর্ণিশ জানিয়েছেন। পসঙ্গত, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, রুপশ্রী, কন্যাশ্রী, মানবিক, লক্ষীর ভান্ডার, জয় জোহার, কৃষক বন্ধু, কিষান ক্রেডিট কার্য়, ১০০ দিনের কাজ,স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয়, আধার সংক্রান্ত বিষয়, মিউটেশন সংক্রান্ত কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড,আর্টিশন ক্রেডিট কার্ড, ওয়েভার ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড।  এই প্রকল্পগুলিই সফল করতে চায় রাজ্য।   কারিগরি শিক্ষা দফতর সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে। যদিও এই লক্ষ্যমাত্রা পূরণ হলে আগামীদিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে দফতর। দুয়ারে সরকার শিবিরে দফতরের কর্মীরা এই অ্য়াপের মাধ্যমে কর্মসংস্থানের বিষয়ে যুবক-যুবতিদের সাহায্য করবেন।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?