'অপুরণীয় ক্ষতি হল চিকিৎসাক্ষেত্রে', চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়ানে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতার

চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পয়লা বৈশাখের দিনেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। 

চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পয়লা বৈশাখের দিনেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। 

পশ্চিম তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানান হয়েছে, ভারতের আইভিএফ বা কৃত্রিম উপায়ে প্রজনন অর্থাৎ নলজাতক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে বৈদ্যনাথ চক্রবর্তী ছিলেন নতুন পথের দিশারী। এই বর্ষীয়ান চিকিৎসকের স্থাপন করা ইউন্টিটিউট অব রিপ্রোডাক্টিভ মেডিসিন অগণিত নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৯ সালে বিশিষ্ট চিকিৎসক সম্মান (লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)-  প্রদান করেছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বৈদ্যনাথ চক্রবর্তীর মৃত্যুতে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা জগতের অপুরণীয় ক্ষতি হয়েছে।  মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত চিকিৎসকের আত্মীয় পরিজন ও অনুরাগী , অনুগামীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। 

Latest Videos


শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বৈদ্যনাথ চক্রবর্তী। গত ১৭ মার্চ তাঁর সেরিব্রাল স্ট্রোক হয়। নিউমোনিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। গত বছর কোভিড-১৯এ আক্রান্ত হয়েছিলেন তিনি। কৃত্রিম প্রজনন ও গবেষণার জন্য তাঁর হাত ধরে ১৯৮৬ সালে তৈরি হয়েছে ইনস্টিটিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন। বছর তিনেক আগে সেটি তুলে দেওয়া হয় আইসিএমআর-এর হাতে।   

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today