'মানিকদার হাসিমুখটা আর কেউ দেখতে পাবে না', কোভিডে দীর্ঘদিনের সঙ্গীর মৃত্য়ুতে টুইট মমতার

  • কোভিডে আবারও কোপ পড়ল রাজনৈতিক মহলে 
  •  কোভিডে প্রাণ হারালেন মুখ্য়মন্ত্রীর  দীর্ঘদিনের সঙ্গী 
  • আইডি হাসাপাতালে চিকিৎাধীন ছিলেন তিনি 
  •  তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টুইট মমতা 

Asianet News Bangla | Published : Jan 2, 2021 9:18 AM IST

কোভিডে আবার কোপ পড়ল রাজনৈতিক মহলে। কোভিডে প্রাণ হারালেন মুখ্য়মন্ত্রীর  দীর্ঘদিনের সঙ্গী মাণিক মজুমদার। তাঁর মৃত্যু শোকপ্রকাশ করে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 


মুখ্য়মন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে ছিলেন মাণিক মজুমদার। সম্প্রতি তার শরীর খারাপ হতেই আর ঝুঁকি নেওয়া হয়নি। কোভিডের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ। 
  বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় মাণিক মজুমদারকে। হাসপাতাল সূত্রের খবর, সেরিব্রাল ম্য়ালেরিয়া সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন মানিক মজুমদার। তবে  বেলেঘাটা আইডিতে জোরকদমে চিকিৎসা করা সত্বেও শেষ রক্ষা হল না।


মুখ্যমন্ত্রী তাঁর দীর্ঘদিনের সঙ্গী মাণিক মজুমদারকে হারিয়ে রীতিমত শোকস্তব্ধ। টুইটে তিনি লিখেছেন, 'মানিকদার হাসিমুখটা আর কেউ দেখতে পাবে না।' উল্লেখ্য, এর আগে কোভিডে রাজ্যে একধিক রাজনৈতিক নেতা এবং সম্পর্ক যুক্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে। প্রসঙ্গত এদিকে কোভিডের ব্রিটেন স্ট্রেনের জেরে কলকাতায় তৃতীয় আক্রান্তের হদিশ মিলেছে। কোভিডের এই নয়া স্ট্রেনে চিন্তায় স্বাস্থ্য দফতর। 

 

 

Share this article
click me!