'চাবকে ওর মানসিক রোগ ছাড়ানোর ক্ষমতা আমাদের আছে', দেবাঞ্জন ইস্যুতে বিস্ফোরক অধীর

  • দেবাঞ্জনকে 'দমদম দাওয়াই নয়', এবার অধীর দাওয়াই
  •  'চাবকে' সারিয়ে দেওয়ার কথা বলেছেন  অধীর চৌধুরী 
  • দেবাঞ্জন এখন মানসিক রোগী সে যে নাটক করছে' 
  • 'বিচারবিভাগীয় তদন্ত'-র দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

'দমদম দাওয়াই নয়', এবার অধীর দাওয়াই । মুর্শিদাবাদের কান্দিতে দলীয় সভা শেষে 'ভুয়ো টিকা-কাণ্ডে'  দেবাঞ্জন দেবের ‘মানসিক রোগ’ সারিয়ে দেবে নয়া নিদান দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভুয়া ভ্যাকসিন কান্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়ে 'মানসিক রোগী' সাজানো দেবাঞ্জন দেবকে চাবকে সারিয়ে দেওয়ার কথা বলেন অধীর চৌধুরী। 

আরও পড়ুন, রান্না করাই কাল হল, জয়া সিনেমা হলের বিধ্বংস আগুনে অগ্নিদগ্ধ এক মহিলা সহ ২

Latest Videos


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন ,' ঐ দেবাঞ্জন এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে, যেন সকলে ওকে 'মানসিক রোগী' মনে করে ভাবতে শুরু করে। ওকে আমাদের কাছে নিয়ে আসুন। চাবকে ওর মানসিক রোগ ছাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। মানসিক রোগী বলে পুরো বিষয়টাকে এখন হালকা করার চেষ্টা করা হচ্ছে। ও যা করেছে সেটা চূড়ান্ত অপরাধ। সে হত্যাকারী। এক জন হত্যাকারীর সঙ্গে যে ব্যবহার করা উচিত দেবাঞ্জনের সঙ্গেও তেমন ব্যবহার করা উচিত। এখন ও মানসিক রোগী সে যে নাটক করছে'। পুরো ঘটনাই বিস্ফোরক অধীর সরাসরি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আরোও বলেন, কোনরকম ফাঁকফোকর না রেখে এই জাল টিকা কাণ্ড নিয়ে সিবিআই, সিআইডি বা এসআইটি নয়, বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার দ্রুত। না হলে আড়ালে ভালো মানুষের মুখোশ মুখে দিয়ে ঘুরে বেড়ানো অনেক রথী মহারথীরা পার পেয়ে যাবে।'

আরও পড়ুন, সাতসকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এই ৫ জেলায়, টানা ৪ দিন ভারী বর্ষণ উত্তরবঙ্গে

 প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে ঘটে এই জাল টিকা কাণ্ড নিয়ে  রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্র। সেই বিষয়ে বহরমপুর এর সাংসদ  অধীরের রাজ্য সরকারের উদ্দেশ্যে জোরালো সওয়াল, 'রাজ্যের রাজধানী তিলোত্তমা কলকাতার বুকে  পুরসভার মধ্যে এই ধরনের হত্যাকারীরা কী ভাবে দিনের-পর-দিন মহানন্দে প্রবেশ করার সুযোগ পাই, কী করেই বা শাসক দলের নেতা-নেত্রীদের সঙ্গে এতোখানি ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের কাছের লোক হয়ে ওঠে,কী করেই কোন রকমের অডিট ছাড়া পুরসভার নামে অ্যাকাউন্ট খোলে,কী করে দিনের পর দিন একাধিক জায়গায় ক্যাম্প আয়োজন করে ভুয়া ভ্যাকসিন দিয়ে যায় মানুষকে। কেনই বা এত কিছু ঘটে যাওয়ার পরেও কলকাতার বুকে প্রশাসন থেকে নেতা-নেত্রীরা নিলিপ্ত হয়ে বসে ছিল এতদিন। অনেক যতই চেষ্টা করা যাক এই ইস্যু থেকে কংগ্রেস কোনওভাবেই মুখ ফিরিয়ে রাখবে না। ঘটনার শেষ দেখে ছাড়ব আমরা।'

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি